Rachna Banerjee | Jagadhatri Puja 2024: 'ছেলে যেন পাশ করে যায়'! মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা রচনার...

Rachana Banerjee: চন্দননগর সহ হুগলির বেশ কিছু জায়গায় জগদ্ধাত্রী পুজোর জাঁকজমকের কথা সকলেরই জানা। মঙ্গলবার চন্দননগরে পুজোর উদ্বোধনে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই মায়ের কাছে বিশেষ প্রার্থনা অভিনেত্রীর।  

Nov 05, 2024, 16:16 PM IST
1/10

জগদ্ধাত্রী পুজোয় রচনা

বিধান সরকার: মঙ্গলবার হুগলির পান্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।  

2/10

জগদ্ধাত্রী পুজোয় রচনা

চন্দননগর সহ হুগলির বেশ কিছু জায়গায় জগদ্ধাত্রী পুজোর জাঁকজমকের কথা সকলেরই জানা।   

3/10

জগদ্ধাত্রী পুজোয় রচনা

উদ্বোধনে এসে অভিনেত্রী জানান যে ভোট প্রচারে চন্দননগর এলেও চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর মন্ডপে এসে কোনদিনও দেখা হয়নি তাঁর। তাই এবারে ইচ্ছা আছে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার।  

4/10

জগদ্ধাত্রী পুজোয় রচনা

তাহলে কী আগামী কয়েকদিন চন্দননগরেই থাকবেন তিনি? সাংসদ জানালেন, পুজোর কটা দিন চন্দননগর থাকতে পারবেন না।   

5/10

জগদ্ধাত্রী পুজোয় রচনা

দিদি নম্বর ওয়ানের শুটিং থাকার কারণেই চন্দননগরে থাকতে পারবেন না, বলে জানান সাংসদ অভিনেত্রী।   

6/10

জগদ্ধাত্রী পুজোয় রচনা

সাংসদ জানান যে পান্ডুয়ায় কালী পুজোর উদ্বোধনে আসার কথা থাকলেও শরীর খারাপ থাকায় আসতে পারেননি।    

7/10

জগদ্ধাত্রী পুজোয় রচনা

জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হয়ে ছেলে যাতে পরীক্ষায় পাশ করে তার আশীর্বাদ চাইলেন, একথা নিজেই জানালেন রচনা। রচনার ছেলে প্রনীল বসু আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন।  

8/10

জগদ্ধাত্রী পুজোয় রচনা

পাশাপাশি রচনা বলেন, যে মানুষগুলো আমার উপর আস্থা রাখে, যারা আমাকে ভোট দিয়ে আমার উপর ভরসা রেখে জিতিয়েছে, সেই মানুষ গুলোর পাশে থাকা আমার দায়িত্ব ও কর্তব্য। তাই পান্ডুয়াতে আমি উপস্থিত হয়েছি।  

9/10

জগদ্ধাত্রী পুজোয় রচনা

জগদ্ধাত্রী পুজো প্রসঙ্গে হুগলীর সাংসদ  বলেন, আগে জগদ্ধাত্রী পুজো চন্দননগর বা আশেপাশে এলাকার মধ্যে সীমিত ছিল কিন্তু এখন রাজ্যের সর্বত্রই জগদ্ধাত্রী পুজো ছড়িয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা বেশ জনপ্রিয় হয়েছে।   

10/10

জগদ্ধাত্রী পুজোয় রচনা

রচনা আরও বলেন, কলকাতাতেও  প্রচুর পুজো হচ্ছে।আগে  কোনদিনও চন্দননগরে আসা হয়নি তবে এবার একটু বেশি আসা হবে যেহেতু আমি সাংসদ।