Allu Arjun: 'জাস্টিস'-এর দাবিতে অল্লু অর্জুনের বাড়িতে পাথর ছুঁড়ে বিক্ষোভ! গ্রেফতার ৮...

Stones pelted at Allu Arjuns residence: নেটপাড়ায় ভাইরাল সেই ভিডিয়ো। কেউ বাইরে থেকে কেউ আবার পাঁচিলের উপর উঠে ঢিল ছুঁড়ছেন। 

Dec 23, 2024, 16:06 PM IST
1/5

জাস্টিস

জাস্টিসের দাবিতে বিক্ষোভ অল্লু অর্জুনের বাড়ির সামনে। শুধু প্ল্যাকার্ড হাতে না বিক্ষুব্ধ জনতা ঢিল মারল সুপারস্টারের বাড়িতে। 

2/5

বিচারের দাবি

হায়দরাবাদের থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর জেরে এক রাত জেলেও কাটিয়েছেন অল্লু। জামিন পাওয়ার পর এবার অভিনেতার জুবিলি হিলসের বাড়িতে বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন।

3/5

ঢিল ছুঁড়ছেন

নেটপাড়ায় ভাইরাল সেই ভিডিয়ো। কেউ বাইরে থেকে কেউ আবার পাঁচিলের উপর উঠে ঢিল ছুঁড়ছেন। 

4/5

আর্জি জানাচ্ছি

এই ঘটনার কিছু সময় আগেই অল্লু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে ছিলেন, 'মস্ত অনুরাগীদের আর্জি জানাচ্ছি, তাঁরা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন। সোশাল মিডিয়া হোক বা অফলাইন, কোথাও কোনও অশ্লীল বা কুরুচিকর শব্দপ্রয়োগ করবেন না।'

5/5

ক্ষোভকারী

চিকিৎসাধীন কিশোর শ্রী তেজের জন্য বিচারের দাবিতে তাঁরা ব্যানার, পোস্টার নিয়ে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। ওই কিশোরের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন।