'ইরফান খানের মৃত্যুর খবর যেন বিশ্বাস হচ্ছে না', শোকাহত টলিউড

Apr 29, 2020, 16:48 PM IST
1/11

ইরফান খানের মৃত্যুতে নিজের টুইটার হ্যান্ডেলে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লেখেন, ঋতুপর্ণ ঘোষের সহযোগী হিসাবে কাজ করার ইচ্ছা যেমন তাঁর পূরণ হয়নি, তেমনই পূরণ হলো না ইরফান খানের সঙ্গে কাজ করার ইচ্ছা।

2/11

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লেখেন, ''আমার কাছের বন্ধু ইরফান খানের চলে যাওয়াটা বড্ড তাড়াতাড়ি হয়ে গেল। ভারতীয় সিনেমা জগতের একজন অসাধারণ অভিনেতা উনি। উনি ওনার শেষ ছবির সময়ই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আমি আংরেজি মিডিয়াম বারবার দেখলাম। ছবিতে ওনার অভিনয় যতবার দেখেছি, অভিভূত হয়েছি। যেখানো থাকবে ভালো থেকো বন্ধু।''

3/11

ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, ''খুবই দুঃখজনক, একজন অসাধারণ অভিনেতা। এটা একটা অপূরণীয় ক্ষতি। কোনওকিছুই এই দুঃখটা পূরণ করতে পারবে না। ভারতীয় সিনেমায় ওনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।''

4/11

অভিনেত্রী পার্নো মিত্র তথা 'ডুব' ছবিতে ইরফান খানের সহ অভিনেত্রী পার্নো মিত্র লিখেছেন, ''এমন একজন মানষ যাঁর আমি সবসময়ের জন্য প্রশংসক। একজন মানুষ হিসাবে সহ অভিনেতা হিসাবে সবসময়ের জন্য আমার পছন্দের ছিলেন। তোমর অভাব সব সময় থাকবে। আত্মার শান্তি কামনা করি। '' 

5/11

শ্রাবন্তী চট্টোপাধ্যায় লেখেন, সিনেমার ইতিহাসে একটা বড় ক্ষতি, ওনার আত্মার শান্তি কামনা করি।

6/11

নুসরত জাহান লিখেছেন, ''খবরটা শুনে হতবাক। একজন কিংবদন্তি ও ব্যতিক্রমী অভিনেতা। জীবনটা সত্যিই অনিশ্চিত হয়ে গিয়েছে এখন। ওনার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা রইল।''

7/11

মিমি চক্রবর্তী লিখেছেন, ''যে খবরটা সব জায়গায় দেখছি, সেটা বিশ্বাসই হচ্ছে না। ওনার জায়গা কেউ নিতে পারবে না। ওনার মতো একজন অভিনেতার চলে যাওয়াটা বড় ক্ষতি। আর ওনাকে দেখতে পাবো না। উনি অনেক দূরে চলে গেলেন। ওনার আত্মার শান্তি কামনা করি।''

8/11

শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, ''বিশ্বাসই করতে পারছি না।''

9/11

ইরফান খানের মৃত্যুতে টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন, ''আমার অত্যন্ত প্রিয় অভিনেতা ছিলেন। ভারতীয় সিনেমা জগতে অবদান অপরিসীম। প্রতিটি চরিত্রে আপনার অভিনয় আমাকে মুগ্ধ করেছে। আপনার হঠাৎ করে চলে যাওয়া হৃদয় বিদারক। আশাকরি তুমি যেখানেই গেছো ভালো থাকবে। আত্মার শান্তি কামনা করি।''

10/11

অভিনেতা অঙ্কুশ লিখেছেন, ''শেষবার আংরেজি মিডিয়াম দেখে আমার চোখে জল এসে গিয়েছিল। ভাবিনি এমনটা হবে। অসাধারণ অভিনেতা। এত তাড়াতাড়ি চলে কেন গেলেন, খুব রাগ হচ্ছে। কিছু জিনিস এক্কেবারেই মেনে নেওয়া যায় না। ভারতীয় সিনেমা আপনার অবদানের জন্য স্যালুট জানাই। ''

11/11

অভিনেত্রী ঐন্দ্রিলা সেন লেখেন, ''জীবন বড়ই অনিশ্চিত। ইরফান খানের চলে যাওয়ার খবরটা একেবারেই আশাতীত ছিল না, ওনার আত্মার শান্তিকামনা করি। ''