Bread Price Hike: ডিম দামি, পাউরুটি আরও দামি! কলকাতায় একধাক্কায় দাম বাড়ছে ৪ টাকা?

Bread Price: একধাক্কায় পাউরুটির দাম ৪ টাকা বাড়তে চলেছে, এই খবর ছড়িয়ে পড়তে শোরগোল পড়ে যায়। তবে ইতোমধ্যেই জানা গিয়েছে, কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি দাম বৃদ্ধির ব্যাপারে। শনিবার দুপুরে আবার বৈঠক। 

Nov 12, 2024, 21:32 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রেকফাস্টে বেশিরভাগ বাড়িতেই পাউরুটি খাওয়ার চল আছে। এবার সেই খাবারেও ধাক্কা?  

2/6

বাড়তে চলেছে পাউরুটির দাম। জানা গিয়েছে, একধাক্কায় ৪ টাকা বেড়ে যাবে দাম, এমনটাই শোনা যাচ্ছিল। 

3/6

কলকাতায় একদিনে ২.৩ লাখ পাউরুটি সরবরাহ করা হয়। জানা গিয়েছে, মেট্রো গোল্ড ও মডার্ন সংস্থা তাদের পাউরুটির দাম বাড়াচ্ছে। স্লাইসড ও স্যান্ডুইচ পাউরুটির দাম বাড়াতে চলেছে তারা।   

4/6

বর্তমানে ৪০০ গ্রাম পাউরুটি পাওয়া যায় ৩২ টাকায়। আগে এই ৪০০ গ্রাম অর্থাৎ প্রায় ১ পাউন্ড পাউরুটি পাওয়া যেত ২৮ টাকায়। পরে বেড়ে সেটা ৩২ টাকা হয়। যদি নতুন দাম কার্যকর হয়, তাহলে তা বেড়ে দাম হবে ৩৬ টাকা। 

5/6

পশ্চিমবঙ্গ রাজ্য বেকারি মালিক ও শ্রমিক যৌথ ফোরাম দাম বাড়ার বিষয়ে বৈঠকে বসেন।

6/6

যদিও ইতোমধ্যেই জানা গিয়েছে, এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি দাম বৃদ্ধির ব্যাপারে। শনিবার দুপুরে আবার বৈঠক। দাম বাড়বে কিনা। বাড়লে কত টাকা বাড়বে। দাম না বাড়িয়ে অন্য কোনও ভাবে পরিস্থিতি সামাল দেওয়া আপাতত সম্ভব কিনা তা নিয়ে বেকারী সংগঠন গুলি শনিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে।