যেতে না পারলেও এবার ঘরে বসেই পাওয়া যাবে বৈষ্ণোদেবীর প্রসাদ, ব্যবস্থা করল মন্দির বোর্ড
Aug 30, 2020, 20:12 PM IST
1/5
গত ১৬ অগাস্ট থেকে শুরু হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে প্রথম দিকে রোজ মাত্র ২,০০০ জনকেই যাত্রার অনুমতি দেওয়া হচ্ছিল। অনেকই যেতে পারেননি। তাই বৈষ্ণোদেবীর প্রসাদ দেশজুড়ে বিতরণের ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ।
2/5
শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড রবিবার জানিয়েছে, ভক্তদের বাড়িতেই পৌঁছে দেওয়া হবে প্রসাদ। ডাক বিভাগের সঙ্গে এনিয়ে একটি চুক্তি করেছে বোর্ড।
photos
TRENDING NOW
3/5
পাঁচ মাস বন্ধ থাকার পর গত ১৬ অগাস্ট থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে বৈষ্ণোদেবী শ্রাইন। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বৈষ্ণোদেবী যাওয়ার ব্যাপারে বহু কড়কড়ি করা হয়েছে এবার। কিন্তু প্রসাদ পাওয়ার আবেদন করেছেন অনেকেই। সেকথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে।
4/5
বোর্ডের তরফে জানানে হয়েছে, মন্দির বোর্ডের ওয়েবসাইট ও ৯৯০৬০১৯৪৭৫
নম্বরে ফোন করে প্রসাদ বুক করা যাবে।
5/5
এদিকে, বৈষ্ণোদবী যাত্রাকে কেন্দ্র করে কড়া স্বাস্থ্যবিধি লাগু করা হয়েছে। যাত্রাপথের একাধিক জায়গায় রাখা হয়েছে থার্মাল স্ক্য়ানার। রাজ্যের বাইরে থেকে যারা আসছেন তাদের কাছে চাওয়া হচ্ছে কোভিড নেগেটিভ হওয়ার রিপোর্ট।