1/5
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে অনুগামীর সংখ্যা কম নয় তাঁরও! কলকাতার পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের(Rajiv Banerjee) নামে পোস্টারে ছয়লাপ বাঁকুড়া শহর। পোস্টারে লেখা, 'আমরা রাজীবপন্থী'। ঘটনাটিকে অবশ্য আমল দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী শ্যামল সাঁতরার প্রতিক্রিয়া, 'মানুষকে বিভ্রান্ত করে ভোটে জিততে চাইছে বিরোধীরা।' বিজেপি সাংসদ সুভাষ সরকারের(Subhas Sarkar) পাল্টা কটাক্ষ, 'তৃণমূলে মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে।'
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
বাঁকুড়ায় কারা লাগাল এমন পোস্টার? বাঁকুড়ার(Bankura) বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শ্য়ামল সাঁতরার দাবি, 'রাতের অন্ধকারে এই পোস্টার লাগিয়েছে বিরোধীরা। মানুষকে বিভ্রান্ত করে ভোটে জিততে চাইছে তারা।' 'তৃণমূল পার্টিটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে',পাল্টা কটাক্ষ বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের(Subhas Sarkar)।
photos