Bangladesh Padma Multipurpose Bridge: 'স্বপ্নের সেতু' নিয়ে পদ্মার ঢেউয়ের মতোই আবেগে উত্তাল বাংলাদেশ
স্বপ্নের সেতু'কে চাক্ষুষ করতে অনেকেই ছুটে এসেছেন দূরদূরান্ত থেকে। আজ, রবিবার, বাংলাদেশে প্রথম কাজের দিন সকাল ৬টায় খুলে গেল পদ্মা সেতু। যার পোশাকি নাম 'পদ্মা মাল্টিপার্পাস ব্রিজ'।
মৈত্রেয়ী ভট্টাচার্য, ঢাকা: 'স্বপ্নের সেতু'কে চাক্ষুষ করতে অনেকেই ছুটে এসেছেন দূরদূরান্ত থেকে। আজ, রবিবার, বাংলাদেশে প্রথম কাজের দিন সকাল ৬টায় খুলে গেল পদ্মা সেতু। যার পোশাকি নাম 'পদ্মা মাল্টিপার্পাস ব্রিজ'। দক্ষিণপশ্চিমের জেলার অনেক বাসিন্দাই গত কয়েকদিন ঢাকা এবং আশেপাশের জেলায় কাজে এসে আটকে পড়েছিলেন পদ্মার ফেরি সার্ভিস বন্ধ থাকায়। অনেকে আবার ইচ্ছে করে থেকেও গিয়েছিলেন, পদ্মা ব্রিজ দিয়ে বাড়ি ফিরবেন বলে। ফলে, সাতসকালেই ঢাকা থেকে পদ্মা ব্রিজ পৌঁছনোর পথে গাড়ির ভিড়। গাড়ির দীর্ঘ লাইন সার দিয়ে দাঁড়িয়ে পদ্মা ব্রিজ পেরোনোর অপেক্ষায়। যাঁরা দূরদূরান্ত থেকে এসেছেন তাঁদের কারও কারও পরিজন থাকেন দক্ষিণ-পশ্চিমের জেলায়। পদ্মা সেতু তৈরি হওয়ায় তাঁরা এবার ঈদে সহজেই যাতায়াত করতে পারবেন বলে খুশির সুর তাঁদের গলায়।
'পদ্মা মাল্টিপারপাস ব্রিজ'
!['পদ্মা মাল্টিপারপাস ব্রিজ'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/26/380170-padma1.jpg)
কমল দূরত্ব, বাঁচবে সময়
![কমল দূরত্ব, বাঁচবে সময়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/26/380169-padma2.jpg)
যে পথ অতিক্রম করতে এতদিন (ফেরিতে) ১০-১১ ঘণ্টা সময় লাগত, এখন এই নতুন সেতুর সূত্রে মাত্র ঘণ্টাখানেকেই সেই দূরত্ব পার করা যাবে। পদ্মা সেতু তৈরির ফলে ঢাকার সঙ্গে সড়কপথে যুক্ত হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর 'মঙ্গলা'। সড়ক এবং রেলপথে পশ্চিমবঙ্গ থেকে ঢাকা যাওয়ার সময়টাও একধাক্কায় অনেকটা কমে যাবে বলেও শোনা যাচ্ছে।
TRENDING NOW
নিজেদের সামর্থ্যেই
![নিজেদের সামর্থ্যেই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/26/380168-padma3.jpg)
এই সেতুর লম্বা ইতিহাস। ২০১১ সালে পদ্মা সেতুর জন্য অর্থ বরাদ্দ করেছিল বিশ্বব্যাঙ্ক। পরে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাঙ্ক অর্থের জোগান বন্ধ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Bangladesh Sheikh Hasina) ঘোষণা করেন, কারও সাহায্যে নয়, বাংলাদেশ নিজেদের সামর্থ্যেই পদ্মা সেতু গড়বে। ২০১৪ সাল থেকে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হয় এই সেতু।
সেতু নির্মাণে একযোগে
![সেতু নির্মাণে একযোগে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/26/380167-padma4.jpg)
ইংরেজি এস (S) অক্ষরের মতো আকৃতি
![ইংরেজি এস (S) অক্ষরের মতো আকৃতি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/26/380165-padma6.jpg)