Panagarh Accident: স্টিয়ারিংয়ে বাবলু যাদব! সুতন্দ্রাদের ধাওয়া করা এই 'প্রভাবশালী' কে?
Panagarh: পানাগড়কাণ্ডে এখনও ফেরার মূল অভিযুক্ত। কে এই বাবলু যাদব?
Feb 25, 2025, 16:58 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত রবিবার রাতে মদ্যপদের হাত বাঁচতে গিয়ে অকালে প্রাণ হারালেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়। ঘটনায় মূল অভিযুক্ত বাবলু যাদব। ২৪ ঘণ্টা পার এখনও অধরা বাবলু যাদব।
2/6
বাবলু যাদব পানাগড়েরই বাসিন্দা। তার কাটাই গাড়ির ব্যবসা আছে।
photos
TRENDING NOW
3/6
বাবলুর বিরুদ্ধে ১ বছর আগে বুদবুদ থানায় ব্যবসার জন্যই মামলা চলছিল।
4/6
পানাগড় বাজারে বাবলু যাদবের বাড়িতে হানা দেয় পুলিস। সেখানে তাকে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক তিনি।
5/6
অন্যদিকে, পুলিসের রেষারেষি তত্ত্ব খারিজ করে সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের দাবি, ওই ড্রাইভার রেষারেষি করে না। ইভটিজিংয়ের কোনও অভিযোগ হয়নি গতকাল জানিয়েছেন, আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনার সুনীল চৌধুরী।
6/6
সুতন্দ্রার মায়ের দাবি, ইভটিজিংই হয়েছে। অভিযোগ হয়েছে কিনা সে প্রশ্নে বলেন যে অভিযোগ করেছিল তার সঙ্গে কথা হয়নি। পুলিস ঘটনা ধামাচাপা দিতে চাইলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।