Pakistan vs West Indies: লজ্জায় কোথায় মুখ লুকোবে পাকিস্তান? পুরো বুমেরাং হয়ে গেল! ৩৫ বছরে প্রথমবার...
Pakistan vs West Indies: ঘরের মাঠে পাকিস্তান যা করল, তা লজ্জার ইতিহাসে লেখা হয়ে থাকবে আজীবন!
1/5
পাকিস্তান সফরে ওয়েস্ট ইন্ডিজ
দুই টেস্টের সিরিজ খেলতে ক্রেগ ব্রেথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ এসেছে শান মাসুদের পাকিস্তানের বিরুদ্ধে। তিন দিনের ওয়ার্ম-আপ ম্যাচ ড্র হয়েছিল। এরপর ঘরের মাঠে মুলতানে প্রথম টেস্ট মাসুদবাহিনী ১২৭ রানে জিতে যায়। তবে দ্বিতীয় টেস্টে ব্রেথওয়েট ব্রিগেড দুর্দান্ত ভাবে প্রত্যাবর্তন করে ১২০ রানে টেস্ট জিতে সিরিজ ১-১ করে। আর ঘরের মুলতানে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হেরে লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না পাকিস্তান।
2/5
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয় টেস্টে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়। বাঁ-হাতি স্পিনার নোমান আলি একাই ৬ উইকেট তুলে উইন্ডিজদের শুইয়ে দিয়েছিলেন। তবে জবাবটা পাকিস্তান মোটেই জুতসই দিতে পারেনি। তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫৪ রানে। পাকিস্তান যে ঘূর্ণ পিচ বানিয়ে উইন্ডিজদের ঘায়েল করতে চেয়েছিল সেই, অস্ত্রই বুমেরাং হয়ে ফিরে আসে। নোমানের পাল্টা দেন জোমালে ওয়ারিকান। তিনি একা তুলে নেন ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে তোলে ২৪৪ রান। ২৫৪ রানের টার্গেট নিয়ে পাকিস্তান ১৩৩ রানে গুটিয়ে যায়। আবারও সেই ওয়ারিকান। এবার তুলে নিলেন ৫ উইকেট।
photos
TRENDING NOW
3/5
৩৫ বছরে পাকিস্তানের বেনজির লজ্জা!
১৯৯০ সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট হারল পাকিস্তান। এর আগে পাকিস্তানে ২২টি টেস্ট খেলে মাত্র ৪টি জিতেছিল ক্যারিবিয়ানরা। ১৯৯০ সালের ২৫ নভেম্বর শেষবার ফয়সালাবাদে হয়েছিল। দেখতে গেলে কেমার রোচ ছাড়া এই দলের কারও তখন জন্মই হয়নি। ৩৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজ আটারির ওপারে টেস্ট জয়ের রেকর্ড করল!
4/5
স্পিনাররা নিলেন সর্বাধিক উইকেট
5/5
জোমেল ওয়ারিকান
photos