Los Angeles Wildfire: বিধ্বংসী দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলস! থমকে হলিউড, ঘরছাড়া হাজার হাজার মানুষ! মৃত ৫...

Los Angeles Wildfire: আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে। লস অ্যাঞ্জেলস ও গ্রেটার লস অ্যাঞ্জেলস থেকে অন্তত ৭০ হাজার মানুষকে এখনও অবধি সরানো হয়েছে। 

Jan 09, 2025, 12:14 PM IST
1/6

ভয়াবহ দাবানল

ভয়ংকর! বিধ্বংসী দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। ভয়াবহ দাবানলের কারণে ত্রিশ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।  

2/6

মৃত্যুর খবর

 এবার ইতিমধ্যেই পাঁচ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। দাবানলের ভয়াবহতা এতটাই নেভাতে নেভাতে শেষ হয়ে যাচ্ছে জলও।

3/6

পুড়ে ছাই

জানা গিয়েছে, প্যাসিফিক প্যালিসেডস এলাকার অসংখ্য বাড়িঘর কয়েক মিনিটের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং শত শত যানবাহন পুড়ে যায়। 

4/6

আগুনে ভস্মীভূত

আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় হাজার খানেক বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। থমকে গিয়েছে হলিউডের কাজও।

5/6

হাওয়ার তীব্রতা

হাওয়ার তীব্রতা এতটাই তার ফলেই এত দ্রুত ছড়িয়ে পড়েছে এই দাবানল। প্রায় ৩০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। 

6/6

আহত

আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন দমকলকর্মী ও উদ্ধারকর্মী আহত হয়েছেন।