ভয়াবহ বন্যা, পায়ের তলায় মাটি হারিয়েছে বাংলাদেশের ১০ লক্ষ মানুষ

Jul 15, 2020, 16:54 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ভয়ানক বন্যায় বিধ্বস্ত বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত প্রায় ১০ লক্ষ মানুষ। মঙ্গলবার থেকেই নিজেদের অপেক্ষাকৃত নিচু জায়গা ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন গ্রামবাসীরা।

2/5

উত্তর, উত্তর-পূর্ব ও মধ্য বাংলাদেশ মিলিয়ে প্রায় ২০ টি জেলা বন্যা বিধ্বস্ত হয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একজন ইঞ্জিনিয়ার।

3/5

প্রায় এক-তৃতীয়াংশ বাংলাদেশ ইতিমধ্যেই জলের তলায়। সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম এইসব অঞ্চল অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে।  

4/5

চাষের জমি জলের তলায়। নৌকায় চেপে উঁচু নিরাপদ স্থানে যাচ্ছেন এলাকাবাসীরা। ইতিমধ্যেই স্থানীয় কিছু বেসরকারী সংস্থা ত্রানের কাজ শুরু করেছে।

5/5

বাংলাদেশে মোট ২৩০ টি নদী রয়েছে। তার মধ্যে ভারতে নিজেদের গতিপথ বিস্তার করে রয়েছে ৫৩ টি। অধিক বৃষ্টিপাতের জন্যই জলস্তর বৃদ্ধি পেয়েই এই ভয়ানক বন্যা।