স্মার্ট সঙ্গে স্মুথ, ভারতে আজ লঞ্চ OnePlus Nord 2, OnePlus Buds Pro, দাম কত?

ফোন কেনার পরিকল্পনা থাকলে আপনার পছন্দের তালিকায় থাকতে পারে OnePlus Nord 2। 

Jul 22, 2021, 15:17 PM IST

নিজস্ব প্রতিবেদন:  ভারতে আজ লঞ্চ হতে চলেছে OnePlus Nord 2 এবং OnePlus Buds Pro । এটি ফাইভ জি ফোন। মিড-রেঞ্জের ফোন। ওয়ানপ্লাসের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুকে গিয়ে দেখে পারবেন লঞ্চের অনুষ্ঠান। সঙ্গে যাবতীয় তথ্য জেনে যেতে পারবেন। 

1/8

OnePlus Nord 2 এবং OnePlus Buds Pro লঞ্চ ভারতে

OnePlus Nord 2 এবং OnePlus Buds Pro লঞ্চ ভারতে

নিজস্ব প্রতিবেদন:  স্মার্ট, স্মুথ, OnePlus Nord 2 এবং OnePlus Buds Pro দাবি কোম্পানির। যা বাজার চলতি অন্যান্য ফোনের চেয়ে নাকি কয়েকগুণ ঊর্ধ্বে। আজই ভারতে লঞ্চ হচ্ছে এই দুই ফোন। 

2/8

OnePlus Nord 2 ফিচারে লাজবাব দাবি কোম্পানির

OnePlus Nord 2 ফিচারে লাজবাব দাবি কোম্পানির

বিগত বেশ কিছুদিন ধরেই ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ করে এসেছে কোম্পানি। যা OnePlus Nord 2 এবং OnePlus Buds Pro-কে ক্রমশ লোভনীয় করে তুলেছে।

3/8

OnePlus Nord 2-র দাম

OnePlus Nord 2-র দাম

 মনে করা হচ্ছে OnePlus Nord 2-র দাম হতে পারে ৩১ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি + ১২ জিবির কম্বিনেশনে পাওয়া যাবে এই ফোন। যদি আপনি ১২জিবি+২৫৬ জিবির ভেরিয়েন্ট নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হতে পারে প্রায় ৩৪,৯৯৯ টাকা। লঞ্চের পরই স্পষ্ট হবে।  

4/8

OnePlus Nord 2-র রঙ কী কী?

OnePlus Nord 2-র রঙ কী কী?

মূলত  Red, Gray Sierra, Blue Haze, এবং Green Woods রঙে পাওয়া যাবে OnePlus Nord। 

5/8

কোন OS-য়ে চলবে OnePlus Nord 2?

কোন OS-য়ে চলবে OnePlus Nord 2?

দু-বছরের OS আপডেটের সঙ্গে ৩ বছরের সফটওয়ার সাপোর্ট পাবেন। ডুয়াল সিমের স্লট রয়েছে। OxygenOS 11.3-তে চলবে ফোনটি। ৬.৪৩ ইঞ্চি স্ক্রিনে থাকছে ১,০৮০x২,৪০০ pixels রেজোলিউশন। যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯।   

6/8

OnePlus Nord 2-তে ক্যামেরা কেমন?

OnePlus Nord 2-তে ক্যামেরা কেমন?

ফোনের ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ সঙ্গে ৫০ মেগাপিক্সেলের IMX766 sensor। ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। ২ মেগাপিক্সেলের tertiary sensor থাকছে পিছনের ক্যামেরায়।  সেলফির জন্য বরাদ্দ ৩২ মেগাপিক্সেল।  এছাড়া থাকছে  dual video, nightscape ultra, group shot 2.0, সহ আরও অনেক কিছু। 

7/8

OnePlus Nord 2-তে চার্জ কেমন থাকবে?

OnePlus Nord 2-তে চার্জ কেমন থাকবে?

ব্যাটারি ব্যাকআপ ৪,৫০০ mAh, সঙ্গে 65W Warp Charge fast charging support থাকছে। 

8/8

OnePlus Nord 2 ফোনের সঙ্গে লঞ্চ OnePlus Buds Pro

OnePlus Nord 2 ফোনের সঙ্গে লঞ্চ OnePlus Buds Pro

এছাড়া আজ লঞ্চ হচ্ছে OnePlus Buds Pro। যাতে রয়েছে  USB Type-C port। নয়েজ ক্লিয়ারেন্স হবে। তবে এর দাম কত কত হতে পারে তা জানা যায়নি। লঞ্চের পরই দাম স্পষ্ট হবে।