শুধু গান্ধী নন, ২ অক্টোবর এই মহাপুরুষেরও জন্মদিন! এই বাঙালি মনীষীকে দেশ কি একেবারেই ভুলেছে?
Swami Abhedananda: ২ অক্টোবর দিনটির সঙ্গে আমাদের বহুদিনের যোগাযোগ। আমরা মোটামুটি জ্ঞান হওয়া থেকেই জানি, দিনটি মহাত্মা গান্ধীর জন্মদিন। পাশাপাশি, এদিন এক বাঙালি মনীষীরও জন্মদিন।
সৌমিত্র সেন: ২ অক্টোবর দিনটির সঙ্গে আমাদের বহুদিনের যোগাযোগ। আমরা মোটামুটি জ্ঞান হওয়া থেকেই জানি, দিনটি মহাত্মা গান্ধীর জন্মদিন। এবং খুব সংগত কারণেই দিনটি সারা দেশে যথোচিত শ্রদ্ধা ও সম্ভ্রমের সঙ্গে পালিত হয়। গান্ধীর মতো এক মানুষের জন্য সেটাই তো উচিত। কিন্তু পাশাপাশি, এদিন এমন এক বাঙালি মনীষীরও জন্মদিন যিনি না থাকলে ভারতের দর্শন আজ যেভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, হয়তো সেভাবে ছড়িয়ে পড়ত না! ঘটনাচক্রে এই মানুষটি বাঙালি, কলকাতারই বাঙালি। কে তিনি?
1/8
১৮৬৬ সালে, উত্তর কলকাতায়
![১৮৬৬ সালে, উত্তর কলকাতায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/10/02/440095-abhe-1.png)
2/8
রামকৃষ্ণের সঙ্গে দেখা
![রামকৃষ্ণের সঙ্গে দেখা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/10/02/440094-abhe-2.jpg)
photos
TRENDING NOW
3/8
দক্ষিণেশ্বরে
![দক্ষিণেশ্বরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/10/02/440093-dakshi.jpg)
4/8
১৮৮৫ সালে গৃহত্যাগ
![১৮৮৫ সালে গৃহত্যাগ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/10/02/440092-abhe-4.jpg)
5/8
কালীতপস্বী
![কালীতপস্বী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/10/02/440091-abhe-5.jpg)
6/8
দশ বছর ধরে ভারতভ্রমণ
![দশ বছর ধরে ভারতভ্রমণ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/10/02/440090-abhe-6.jpg)
7/8
বিবেকানন্দের ডাকে পাশ্চাত্যে
![বিবেকানন্দের ডাকে পাশ্চাত্যে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/10/02/440089-abhe-7.jpg)
১৮৯৬ সালে লন্ডনে অবস্থানকালে স্বামী বিবেকানন্দ তাঁকে ডেকে পাঠিয়ে পাশ্চাত্যে বেদান্তপ্রচারের কাজে নিযুক্ত করেছিলেন। ১৮৯৭ সালে অভেদানন্দ মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেদেশে স্বামী বিবেকানন্দের নির্দেশে তিনি নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির ভার নেন। সুদীর্ঘ ২৫ বছর ধরে অভেদানন্দ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, জাপান ও হংকং ভ্রমণ করে বেদান্ত প্রচার করেন। ১৯২১ সালে হনলুলুতে প্যান-প্যাসিফিক এডুকেশন কনফারেন্সে যোগদানের পরে তিনি ভারতে ফেরেন।
8/8
পদব্রজে হিমালয়ে
![পদব্রজে হিমালয়ে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/10/02/440088-abhe-8.jpg)
১৯২২ সালে অভেদানন্দ পদব্রজে হিমালয় পার হয়ে তিব্বতে যান। সেখানে বৌদ্ধ দর্শন ও লামাবাদ অধ্যয়ন করেন। হিমিস গুম্ফায় যিশুর অজ্ঞাতবসবাস সংক্রান্ত একটি পাণ্ডুলিপিও আবিষ্কার করেছিলেন তিনি। পাণ্ডুলিপিটি রামকৃষ্ণ বেদান্ত মঠ প্রকাশিত ''স্বামী অভেদানন্দ'স জার্নি ইনটু কাশ্মীর অ্যান্ড টিবেট'' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। ১৯২৩ সালে কলকাতায় 'রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি' স্থাপন করেন। ১৯২৪ সালে দার্জিলিঙে স্থাপন করেন 'রামকৃষ্ণ বেদান্ত মঠ'। ১৯২৭ সালে তিনি রামকৃষ্ণ বেদান্ত সোসাইটির মুখপত্র 'বিশ্ববাণী' পত্রিকাটি চালু করেন। ১৯৩৬ সালে রামকৃষ্ণ পরমহংসের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতার টাউন হলে যে বিশ্বধর্মমহাসভার আয়োজন হয়েছিল সেখানে পৌরোহিত্য করেন তিনি। ১৯৩৯ সালের ৮ সেপ্টেম্বর দার্জিলিঙের তাঁরই প্রতিষ্ঠা করা রামকৃষ্ণ বেদান্ত মঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ন্যাসী, ভাবুক, দার্শনিক, কর্মী, সাধক, সংগঠক, লেখক ইত্যকার বহুপরিচয়ে পরিচিত হওয়ার মতো বহুমুখী এই মানুষটি।
photos