সামনেই ঘুরছে হিংস্র প্রাণী! পুজোয় ভয়ংকর সুন্দর এই অরণ্যে যেতে চান?

Tourism in Gorumara National Park: মোষটানা গাড়িতে চেপে বন্যপ্রাণ দর্শন! থাকছে ট্রাইবাল ডান্সের ব্যবস্থা। অনায়াসে ক্যামেরাবন্দি করতে পারেন হাতির স্নানদৃশ্য! পুজোর প্রাক্কালে এভাবেই সেজে উঠেছে রামসাইয়ের মেদলা ক্যাম্প এবং ওয়াচ টাওয়ার। (ছবি ও তথ্য: প্রদ্যুৎ দাস)

| Sep 21, 2023, 18:52 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোষটানা গাড়িতে চেপে বন্যপ্রাণ দর্শন! থাকছে ট্রাইবাল ডান্সের ব্যবস্থা। অনায়াসে ক্যামেরাবন্দি করতে পারেন হাতির স্নানদৃশ্য! পুজোর প্রাক্কালে এভাবেই সেজে উঠেছে রামসাইয়ের মেদলা ক্যাম্প এবং ওয়াচ টাওয়ার। এদিকে দুর্গা পুজোর মরসুমে পর্যটকদের ঢল নামবে, ভালো রোজগার হবে-- এই আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। তিন মাস বন্ধ থাকার পরে পর্যটকদের জন্য খুলেছে অরণ্য। ইতিমধ্যেই দেশবিদেশের পর্যটকদের ঢল নামতে শুরু করেছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন সরকারি বেসরকারি বনবাংলোয়। ইতিমধ্যে বুকিংও শুরু হয়ে গিয়েছে। (ছবি ও তথ্য: প্রদ্যুৎ দাস)

1/7

মেদলা ওয়াচটাওয়ার

পর্যটনমরসুমকে পুরোপুরি কাজে লাগিয়ে জঙ্গল-সংলগ্ন বনবস্তিবাসীদের জীবনের ছবিটা যাতে কিছুটা হলেও উজ্জ্বল করে তোলা যায় সেজন্য ঝাঁপিয়ে পড়েছে সংশ্লিষ্ট সব পক্ষই। বন বিভাগ-সহ মহিলা সেলফ হেল্প গ্রুপের সদস্যরা সকলেই এই সময়টার দিকে তাকিয়ে। জঙ্গল ভ্রমণে পর্যটকদের আকর্ষণ বাড়াতে তাঁদের তরফে  গ্রহণ করা হয়েছে অভিনব কিছু পদ্ধতি।

2/7

এখানেই রয়েছে হাতি, একশৃঙ্গ গন্ডার

গরুমারা জাতীয় উদ্যানের একটি অংশ বুধুরাম বিট আর এখানেই রয়েছে হাতি, একশৃঙ্গ গন্ডার-সহ অন্যান্য বন্যপ্রাণীদের অবাধ বিচরণভূমি। তাই যন্ত্রচালিতযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এখানে।

3/7

পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা

এই প্রসঙ্গে বুধুরাম বিটের দায়িত্বে থাকা রেঞ্জ অফিসার ধ্রুবজ্যোতি বিশ্বাস জানান, যেহেতু জঙ্গলের এই অঞ্চলটি গণ্ডারের বিচরণভূমি সেই কারণে এই জায়গায় পর্যটকদের ভ্রমণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 

4/7

উজ্জীবন

বুধুরাম বিটের রাইনো ক্যাম্প পরিদর্শনে পর্যটকদের জন্য মোষের গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় মহিলাদের দুটি সেলফ হেল্প গ্রুপের তৈরি পাটের চাবির রিং এবং মোবাইল রাখার ব্যাগ-সহ পাটের তৈরি বিভিন্ন সরঞ্জাম পর্যটকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা থাকবে।

5/7

আশার আলো

এর মাধ্যমে বনবস্তিবাসীদের কিছুটা হলেও আর্থিক সহায়তা হবে।  

6/7

মেলবন্ধন

পাশাপাশি পর্যটকেরাও খুশি হন। এই আদানপ্রদানের মধ্যে দিয়ে জঙ্গলের বাইরের মানুষজনের সঙ্গে জঙ্গল-সংলগ্ন বনবস্তিবাসীদের মধ্যে একটি মেলবন্ধন গড়ে ওঠার সুযোগ তৈর হয়। 

7/7

এই পথে...

তবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আক্ষেপ, জিনিসপত্রের যা দাম, বাজার যেমন অগ্নিমূল্য সেই অনুযায়ী তাঁদের হাতের কাজের দাম তাঁরা পান না। এ বিষয়ে বন দফতরের দৃষ্টি আকর্ষণও করেছেন তাঁরা।