No Free Streaming Of IPL 2025: ভুলুন ফ্রি-তে IPL ! ৩ মাসের সাবস্ক্রিপশন বাধ্যতামূলক, বিজ্ঞাপন ছাড়া দেখার খরচ কত?

No Free Streaming Of IPL 2025: ফ্রি-তে আইপিএল দেখার দিন এবার শেষ! জেনে নিন খেলা দেখতে কত খরচ হবে আপনার?

Feb 14, 2025, 21:10 PM IST
1/5

আইপিএল ২০২৫

IPL 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। দেশ-বিদেশের ক্রিকেট ভক্তরা সারা বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন। আগামী ২২ মার্চ থেকে আইপিএল শুরু হতে চলেছে বলেই খবর। তবে পূর্ণাঙ্গ সময়সূচি এখনও অপ্রকাশিত। আইপিএলের ১৮তম সংস্করণ শুরুর আগেই বড় ধাক্কা খেলেন ফ্যানরা!  

2/5

ভুলে যান ফ্রি-তে আইপিএল দেখা

No Free Streaming Of IPL 2025

২০২৩ ও ২০২৪ সালে জিওসিনেমায় আইপিএল বিনামূল্যে সম্প্রচার করেছিল। পাঁচ বছরের জন্য লিগের ডিজিটাল স্বত্ব কিনেছিল আম্বানির সংস্থা। কিন্তু আর না! ভুলে যান ফ্রি-তে এই লিগ দেখার দিন। আইপিএল ম্যাচের মাত্র কয়েক মিনিটই এবার বিনা পয়সায় দেখা যাবে। ফ্রি-র মেয়াদ শেষ হওয়ার পরে ঢুকিয়ে দেওয়া হবে সাবস্ক্রিপশন পেজে! যার মানে বিনা সাবস্ক্রিপশনে দেখা যাবে না পুরো ম্যাচ!  

3/5

কেন আর ফ্রি-তে আইপিএল দেখা যাবে না?

Why Can't IPL 2025 Be Watched For Free anymore?

ভায়াকম ১৮ ও স্টার ইন্ডিয়া জয়েন্ট ভেঞ্চারে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি করেছে। যার নাম জিওস্টার। শুক্রবার নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টার চালু হয়েছে। যা জিওসিনেমা এবং ডিজনি+হটস্টারের মিশ্রণ।   

4/5

আইপিএলের ডিজিটাল স্বত্ব ও টিভি স্বত্ব

IPL Digital Rights And TV Rights

২০ হাজার ৫০০ কোটি টাকায় ভায়াকম ১৮ আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনেছে। ওদিকে স্টার ইন্ডিয়া টিভি স্বত্ব কিনেছে ২৩ হাজার ৫৭৫ কোটি টাকায়।   

5/5

আইপিএল পঁচিশের সাবস্ক্রিপশন মিলবে কত টাকায়?

Price Of IPL 2025 Subscription

জিওস্টারে আইপিএল দেখার ন্যূনতম খরচ ১৪৯ টাকা। এট টাকায় মিলবে বেসিক প্ল্যান। তবে সেখানে কিন্তু নির্বিঘ্নে দেখা যাবে না খেলা। কারণ বিজ্ঞাপনের উপদ্রপ ঘটবে। বিজ্ঞাপনহীন আইপিএল দেখতে খরচ করতে হবে ৪৯৯ টাকা। দুই প্ল্যানই তিন মাসের জন্য বৈধ।