1/6
নিজস্ব প্রতিবেদন- ট্রোলারদের চুপ করালেন নিক্কি তাম্বোলি। কয়েকদিন আগেই বিগ বস খ্যাত এই প্রতিযোগী তাঁর ভাইকে করোনায় হারিয়েছেন। নিজেদের ছোটবেলার ছবি শেয়ার করে নিজেই এই খবর জানিয়েছিলেন ছোটপর্দার সেনসেশন। তার পরপরই তাঁর জীবনের দ্বিতীয় রিয়্যালিটি শো 'খতরোঁ কে খিলাড়ি'তে অংশগ্রহণ করতে যাওয়ার ছিল তাঁর। মুম্বই বিমানবন্দরে তাঁকে দেখেই তির্যক মন্তব্য় ছুঁড়তে থাকেন নেটিজেনরা।
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
নিক্কি তাঁর সোশ্যাল পোস্টে লেখেন, 'কিছু বোকা-বেহদ্দ লোক আমাকে মেসেজ করে চলেছে আর আমার ছবিতে কমেন্ট করছে যে আমার ভাইয়ের মৃত্যুর পর আমি শোক না করে আনন্দ কেন করছি। তাঁদের বোঝার ক্ষমতা নেই যে, আমারও একটা জীবন আছে, আমারও খুশি থাকার অধিকার আছে। নিজের জন্য না হলেও আমার ভাইয়ের জন্য আমাকে আনন্দে থাকতে হবে, কারণ ও সবসময়ে আমার হাসিমুখ পছন্দ করত। যাঁদের কোনও কাজ নেই, নেগেটিভ কমেন্ট ছড়ানো ছাড়া, তাঁদের কাছে আমার অনুরোধ, নিজেরাও কিছু স্বপ্ন দেখুন আর তা সাকার করার দিকে মন দিন। তার মাধ্যমে নিজের বাবা মা, পরিবারের সকলকে আনন্দ দিতে পারবেন'।
5/6
বিগ বসের ঘরেও ঠোঁটকাটা হিসাবে খ্যাতি ছিল নিক্কি তাম্বোলির। বাড়ির যে কোনও ইস্যুতে তিনি সবসময়েই নিজের মত স্পষ্ট করে বলতেন। যদিও শোয়ের হোস্ট সলমন খান তাঁকে বরাবরই বোঝানোর চেষ্টা করতেন যাতে স্পষ্ট জবাব আর অসভ্য আচরণের মধ্যে সূক্ষ্ণ লাইনটা নিক্কি বজায় রাখতে পারেন। বারবারই হোম মেটদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়েছেন তিনি।
6/6
photos