ICC Women's T20 World Cup 2024: ভারতকে নিয়েই বিশ্বকাপে ডুবল পাকিস্তান, ৫৬-র শেষ গল্পে ফতিমারা ফস্কালেন ৮ ক্যাচ!

New Zealand knock Pakistan and India out of ICC Womens T20 World Cup 2024: নিজে ডুবে পাকিস্তানকে ডোবাল ভারত! বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই দেশই!  

| Oct 15, 2024, 13:50 PM IST
1/5

ভারতের আশা-ভরসা ছিল পাকিস্তান

India Was Relying On Pakistan

অস্ট্রেলিয়ার কাছে হেরে টি-২০ বিশ্বকাপে (ICC Women's T20 World Cup 2024) ভারতের অবস্থা ছিল খুবই সঙ্গিন! সরু সুতোর উপর হরমনপ্রীত কৌররা ঝুলছিলেন। এই অবস্থায় ভারত ভরসা করেছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের উপর।

2/5

পাকিস্তান-নিউ জিল্যান্ড

NZ vs PAK

পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচের দিকেই চোখ ছিল ভারতের। বিশ্বযুদ্ধের এই ম্য়াচে পাকিস্তান যদি হোয়াইট ফার্নদের সামান্য় ব্য়বধানেও হারিয়ে দিতে পারত, তাহলেই ভারতের কেল্লাফতে হয়ে যেত। হরমনপ্রীতরা চলে যেতে পারতেন সেমিফাইনালে। কারণ ভারতের নেট রানরেট নিউ জিল্য়ান্ডের থেকে বেশি ছিল। 

3/5

পাকিস্তান-নিউ জিল্যান্ড

 New Zealand vs Pakistan

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান জিততে তো পারলই না, উল্টে ভারতকে নিয়েই বিশ্বকাপে ডুবল তারা। ভারত ও পাকিস্তান একসঙ্গে একই দিনে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল। গ্রুপ-এ থেকে অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড শেষ চারে চলে গেল। গ্রুপ-বি থেকে কোন দু’টি দল সেমিতে যাবে তা পরিষ্কার হবে মঙ্গলবারের ম্যাচের পর।  

4/5

পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ যেমন হল

New Zealand vs Pakistan Highlights

নিউ জিল্যান্ড টস জিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে মাত্র ১১০ রান তুলেছিল। ১১১ রান তুলতে গিয়েই হিমশিম খেল ফতিমা সানার সবুজ বাহিনী। কালো জার্সিধারীদের রান তাড়া করতে নেমে তারা মাত্র ৫৬ রানে গুটিয়ে গেল সোফি ডিভাইনদের সামনে! লজ্জার আত্মসমর্পণ করে চোখের জলে মাঠ ছাড়ল পাকিস্তান। ওদিকে নিউ জিল্যান্ড ৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠল।  

5/5

এক-দু'টি নয়, ৮ ক্যাচ ফস্কাল পাকিস্তান

Pakistan dropped 8 catches

নিউ জিল্যান্ডের ইনিংসের ৫, ৬, ৮, ১৬, ১৮ এবং শেষ ওভারে ক্যাচ পড়ে! ভাবা যায় এরকম একট গুরুত্বপূর্ণ ম্য়াচে নাকি পাকিস্তান ৮ ক্যাচ ফস্কাল!কথাতেই আছে ক্যাচ মিস মানে ম্য়াচ মিস! সেখানে আটটি ক্য়াচ হাতছাড়া!