অতি বিরল 'নবপঞ্চম রাজযোগ' কোটিপতি বানাবে এই রাশির জাতকদের...
Navpancham Rajyoga 2023: কেউ বলছে বারো, কেউ বলছে তিরিশ। যেটাই হোক, কোনওটাই কম নয়। এত বছর পরে তৈরি হয়েছে একটি যোগ। স্পষ্টতই বিরল যোগ। তার উপর এই যোগের সঙ্গে সরাসরি অর্থভাগ্যের যোগ। এই যোগের সূত্রে কয়েকটি রাশির ধনসম্পত্তি উপচে পড়বে। আরও কয়েকটি রাশির জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে বিশেষ এই যোগ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বাংলা বছর প্রথম থেকেই খুব তাৎপর্যপূর্ণ হয়ে চলেছে। কেননা এই ১৪৩০ বঙ্গাব্দে তৈরি হয়ে চলেছে যোগের পর যোগ। যেমন এই মুহূর্তে চলছে নবপঞ্চম রাজযোগ। ৩০ বছর পর তৈরি হয়েছে এই 'নবপঞ্চম রাজযোগ’। কেউ কেউ অবশ্য বলছেন, ৩০ নয়, বারো বছর পরে এই যোগ তৈরি হয়েছে। তা-ও তো কম নয়! প্রায় এক যুগ পরে! এই যোগ অত্যন্ত শুভ। শুক্র ও শনির কারণেই তৈরি হয়েছে এই যোগটি। আবার বৃহস্পতি ও চাঁদের মিলনযোগও রয়েছে। ৬ মে শুক্র মিথুন রাশিতে প্রবেশ করেছে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল শনি। এই দুই গ্রহের মিলনেই তৈরি হয়েছে বিরল এই যোগ। যার ফলে কিছু রাশির জাতকদের পক্ষে সময়টা খুবই শুভ যাবে।
দাম্পত্যজীবন সুখের
![দাম্পত্যজীবন সুখের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/09/419892-nprj-1.png)
আগাগোড়া সাফল্যমণ্ডিত
![আগাগোড়া সাফল্যমণ্ডিত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/09/419891-nprj-2.png)
TRENDING NOW
দারুণ শুভ প্রভাব
![দারুণ শুভ প্রভাব](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/09/419887-nprj-3.png)
মিথুন-- এই রাশির জাতক-জাতিকাদের উপর এই যোগের দারুণ শুভ প্রভাব পড়বে। এঁদের জীবনের দীর্ঘদিনের কোনও সমস্যা কেটে যাবে। এঁদের ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। মন আধ্যাত্মিকতায় পূর্ণ হয়ে উঠবে। বেসরকারি ক্ষেত্রে চাকরিজীবীদের বিশেষ আর্থিকলাভের সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরিজীবী তাঁরা নতুন দায়িত্ব পাবেন। এঁদের সামাজিক মর্যাদাও বাড়বে। সমস্ত ক্ষেত্রেই উন্নতি হবে।
মেষ
![মেষ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/09/419883-nprj-4.png)
মিথুন
![মিথুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/09/419881-nprj-5.png)
কন্যা
![কন্যা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/09/419880-nprj-6.png)