Maha Kumbh 2025: বিশ্বনাথকে রক্ষা করতে বারাণসীতে আওরঙ্গজেবের সঙ্গে লড়েছিলেন ৪০০০০ নাগা সন্ন্যাসী? আর এই মহাকুম্ভে ১২০০০...
Naga Sadhus in Maha Kumbh Mela 2025: এই মহাকুম্ভে প্রয়াগরাজে নাগা সন্ন্যাসীদের নিয়ে ঘটবে নানা কিছু। আসুন, তার আগেই জেনে নেওয়া যাক এঁদের গোপন জীবন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগা সন্ন্যাসীদের নিয়ে কৌতূহলের শেষ নেই। প্রশ্নের শেষ নেই, কৌতূহলের শেষ নেই। গঙ্গাসাগরে বা কুম্ভে একদল মানুষ শুধু নাগা সন্ন্যাসীদের স্টাডি করতেই যান। এবার প্রয়াগরাজেও ছবিটা এক। এই মহাকুম্ভে প্রয়াগরাজে নাগা সন্ন্যাসীদের নিয়েও ঘটবে নানা কিছু।
1/6
সঙ্গমে নাগা
2/6
১৩টি আখড়া
photos
TRENDING NOW
3/6
গঙ্গায় ১০৮ ডুব
এই নাগা ধারার (order) অনেকেই এবার পুরোপুরি নাগাত্বে দীক্ষিত হবেন। দীর্ঘ সময়, বছরের পর বছর তাঁরা নানা কঠোর নিয়মের মধ্যে দিয়ে অতিবাহিত করেছেন। এবার এই কুম্ভমেলায় মৌনী অমাবস্যার রাতে গঙ্গায় ১০৮ ডুব দেওয়ার পরে গুরু তাঁদের শিখা কেটে দেবেন। সঙ্গে হবে সমস্ত পুজো-পাঠ-নিয়ম-কানুন। তাঁরা এদিনই প্রকৃত অর্থে নাগা সন্ন্যাসী হয়ে উঠবেন।
4/6
ত্রেতায় নাগা
5/6
মুক্তির লক্ষ্যে
6/6
বারাণসীতে
নাগা সাধুদের বিষয়ে একটি দারুণ তথ্য মেলে! শোনা যায়, আওরঙ্গজেব দ্বিতীয়বার বারাণসী আক্রমণ করলে কাশী বিশ্বনাথকে রক্ষার মানসে সে সময়ে ৪০ হাজার নাগা সাধু নাকি নিজের জীবন উৎসর্গ করেছিলেন! (Disclaimer: এখানে যা লেখা হয়েছে তা সবই প্রচলিত ধর্মীয় রীতি, তত্ত্ব ও তথ্যের ভিত্তিতে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
photos