পয়লা বৈশাখে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস

Apr 13, 2022, 19:00 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : পয়লা বৈশাখের আনন্দ মাটি হতে পারে ঝড়-বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে এমনই। 

2/6

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে।

3/6

যার জেরে উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও নদিয়া, মুর্শিদাবাদ এবং উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ৩ দিন। 

4/6

এর পাশাপাশি, শনি এবং রবিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেহেতু উপকূল থেকে বাতাসে পর্যাপ্ত পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করছে। 

5/6

পূর্বাভাসে তিনি আরও বলেন, বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে ১-২ ডিগ্রি কম থাকবে। 

6/6

যদিও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে থাকবে।