Ratan Tata | Mohini Mohan Dutta: রতন টাটার উইল ঘিরে চাঞ্চল্য! মোহিনী মোহনের নামে ৫০০ কোটির সম্পত্তি, কে তিনি?

Ratan Tata Will: রতন টাটার উইলে চমক। এক ব্যক্তির নামে রাখা আছে ৫০০ কোটি টাকা। কিন্তু কে এই ব্যক্তি? কেনই বা তাঁর জন্য ৫০০ কোটি টাকা রেখে গিয়েছেন রতন টাটা? অবশেষে সামনে এল তাঁর পরিচয়। 

| Feb 07, 2025, 17:13 PM IST
1/8

রতন টাটার উইল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন রতন টাটা। সেই সম্পত্তি থেকে ৫০০ কোটি টাকা তিনি দিয়ে গিয়েছেন এক রহস্যময় ব্যক্তির নামে।   

2/8

রতন টাটার উইল

টাটা গ্রুপের ধনকুবের রতন টাটা প্রয়াত হওয়ার পর তাঁর উইল নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার জানা গেল, তাঁর অবশিষ্ট সম্পত্তির প্রায় এক তৃতীয়াংশ এক ব্যক্তির জন্য রেখে গিয়েছেন।   

3/8

রতন টাটার উইল

কে সেই ব্যক্তি? এই খবর প্রকাশ্যে আসতেই শুধু টাটা পরিবার নয়, হতবাক পুরো ব্যবসায়িক জগৎ। এই ব্যক্তির নাম মোহিনী মোহন দত্ত।   

4/8

রতন টাটার উইল

৭৪ বছর বয়সী মোহিনী মোহন দত্ত টাটা গ্রুপের প্রাক্তন কর্মচারী, পেশায় ব্যবসায়ী। রতন টাটার ঘনিষ্ঠ ছিলেন তিনি। ১৯৬০-এর দশকের একেবারে শুরুর দিকে জামশেদপুরের ডিলার্স হোস্টেলে রতন টাটার সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। তখন তাঁর ২৪ বছর বয়স।  

5/8

রতন টাটার উইল

রতন টাটার উইল অনুসারে মোহিনী মোহন দত্ত প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি পাবেন। তবে তাঁর দাবি তিনি ৬৫০ কোটি টাকার সম্পত্তি পাবেন।   

6/8

রতন টাটার উইল

জানা গেছে, মোহিনীর পরিবার এর আগে স্ট্যালিয়ন নামে একটি ট্র্যাভেল এজেন্সির মালিক ছিলেন। অবশ্য তিনি নিজের কর্মজীবন শুরু করেছিলেন তাজ গ্রুপে।   

7/8

রতন টাটার উইল

স্ট্যালিয়নের ৮০ শতাংশ মালিকানা ছিল দত্ত পরিবারের এবং বাকি ২০ শতাংশ মালিকানা ছিল টাটা গোষ্ঠীর হাতে। পরে টাটার পরামর্শে বিপুল হারে ব্যবসা বৃদ্ধি পায় মোহিনী মোহন দত্তের। দেশের অন্যতম বড় ট্র্যাভেল এজেন্সি হয়ে যায় সেটি।    

8/8

রতন টাটার উইল

জানা যাচ্ছে, রতন টাটার ব্যক্তিগত সংগ্রহে থাকা ঘড়ি, পেইন্টিংয়ের মতো সামগ্রী-সহ প্রায় ৩৫০ কোটি টাকার ব্যাঙ্ক ডিপোজিট পেতে পারেন মোহিনী। তবে সব মিলিয়ে ৫০০ নাকি ৬৫০? কত কোটি মোহিনী মোহনের পকেটে যাবে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এমনকী এই বিষয়ে আইনি বিশেষজ্ঞদের সঙ্গেও পরামর্শ নিচ্ছে টাটা গ্রুপ।