1/9
আফগানিস্তান
![আফগানিস্তান Afghanistan](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/16/339571-af.jpg)
2/9
মোল্লা বেরাদর
![মোল্লা বেরাদর Mullah Abdul Ghani Baradar](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/16/339570-bera1.jpg)
তিনি বেরাদর। পুরো নাম মোল্লা আবদুল গনি বেরাদর (Mullah Abdul Ghani Baradar)। তবে তালিবানের কাছে তিনি 'মোল্লা বেরাদর'। এহেন বেরাদরের জন্ম ১৯৬৮ সালে কন্দহরে। জন্মসূত্রে তিনি একজন দুররানি পাশতুন। বলা হয়, দুররানিরা আফগানিস্তানের আদি গোষ্ঠী। এঁদেরই পূর্বপুরুষ হলেন আহমেদ শাহ দুররানি যিনি আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠা করেছিলেন।
photos
TRENDING NOW
3/9
তালিবান
![তালিবান TALIBAN](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/16/339569-bera2.jpg)
4/9
নেপথ্যে
![নেপথ্যে BRAIN](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/16/339568-bera3.jpg)
বেরাদর কোনই দিনই তালিবানের সর্বময় কর্তা ছিলেন না। সেই পদে আপাতত রয়েছেন হায়াতুল্লা আখুন্দজাদা। বেরাদরের ভূমিকা বরাবরই ছিল কৌশল তৈরির। আড়ালে থেকে মস্তিষ্ক সক্রিয় রাখা। তবে প্রধান না হয়েও তালিবানের রাজনৈতিক অবস্থানের অভিমুখ বরাবার তিনিই ঠিক করে এসেছেন। আন্তর্জাতিক মঞ্চেও তাঁর অবস্থানই ছিল তালিবানের তরফে শেষ কথা।
5/9
অকুতোভয়
![অকুতোভয় BRAVE](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/16/339567-beramukti.jpg)
6/9
শিক্ষক
![শিক্ষক TEACHER](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/16/339566-berahead.jpg)
শোনা যায়, ধর্মীয় নেতা মহম্মদ ওমর বেরাদরের ভায়রাভাই। ওমর এবং বেরাদরের উদ্যোগেই তৈরি হয় এক মাদ্রাসা। নাম দেওয়া হয় 'তালিবান'। সেই শুরু তালিবানের যাত্রা। সময়টা ১৯৯১ সাল। এর ঠিক পাঁচ বছরের মাথাতেই সাফল্য। ১৯৯৬ সালে আফগানিস্তানের দখল নেয় তালিবান। রবিবার রাতে যে ভাবে তারা কাবুল দখল করল, ঠিক সে ভাবেই আফগানিস্তানে শুরু হয়েছিল তালিবানি শাসন। সেই রাষ্ট্রে প্রধান ছিলেন ওমর। বেরাদর ছিলেন আফগান সেনার দায়িত্বে। ২০০১ সালে মার্কিন সেনারা যখন আফগানিস্তান থেকে তালিবানকে উৎখাত করে, তখন বেরাদর ছিলেন আফগানিস্তানের উপপ্রতিরক্ষা মন্ত্রী।
7/9
কৌশলী
![কৌশলী DIPLOMATIC](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/16/339565-bera4.jpg)
পাকিস্তানে গ্রেফতার হন বেরাদর। কিন্তু আমেরিকা বেরাদরকে মুক্তি দিতে বলে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তান এবং পাকিস্তান সংক্রান্ত উপদেষ্টা বেরাদরের সঙ্গে দেখা করেন। মুক্তি পেয়ে তখন দোহায় বেরাদর। সেখানেই আমেরিকার সঙ্গে তাঁর শান্তি চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তিতে তালিবানদের ক্ষমতা সংক্রান্ত সমঝোতায় আসার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকা। সঙ্গে আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীকে সরিয়ে নেওয়ার আশ্বাসও দেওয়া হয় আমেরিকার তরফে।
8/9
দৃঢ়প্রতিজ্ঞ
![দৃঢ়প্রতিজ্ঞ Determined](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/16/339564-bera5.jpg)
আমেরিকাকে বেরাদর বুঝিয়েছিলেন, তালিবানও আফগানিস্তানে হিংসার বিরোধী। তারাও আসলে শান্তিই চায়। বোঝাই যাচ্ছে, আমেরিকাকে দিব্যি বোকা বানাল বেরাদর। আসলে তখনই অনেকে এই চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। বোঝা যাচ্ছে, বেরাদর আসলে ওই চুক্তি সই করেছিলেন সময় পাওয়ার জন্য। আসলে যত দিনে আমেরিকা আফগানিস্তান থেকে সেনা সরিয়েছে, ভিতরে ভিতরে প্রস্তুতি নিয়েছে তালিবান। সেনা সরলেই আক্রমণ করবে বলে।
9/9
শেষ হাসি
![শেষ হাসি Winner](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/16/339563-beraseshhasi.jpg)
photos