Bengal Weather Update: বর্ষা চলে এল... ৪৮ ঘণ্টাতেই বৃষ্টি শুরু রাজ্যে!

Jun 08, 2023, 18:17 PM IST
1/6

বর্ষা চলে এল...

West Bengal Weather Update

সন্দীপ প্রামাণিক : চলে এল বর্ষা। কেরালায় বর্ষা প্রবেশ করল আজ। আজই মৌসুমী বায়ু কেরলায় প্রবেশ করেছে। 

2/6

বর্ষা চলে এল...

West Bengal Weather Update

পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। পরবর্তী ক্ষেত্রে তার হাত ধরেই উত্তরবঙ্গ এবং সিকিমের কিছু অংশ প্রবেশ করবে। 

3/6

বর্ষা চলে এল...

West Bengal Weather Update

ফলে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ১১ তারিখ বৃষ্টি হতে পারে। ১০ তারিখ থেকেই বৃষ্টি শুরু হবে আশা উত্তরের জেলাগুলিতে। 

4/6

বর্ষা চলে এল...

West Bengal Weather Update

১২ তারিখ দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তবে মালদা এবং দুই দিনাজপুরে ৮, ৯ এবং ১০ তারিখ তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। 

5/6

বর্ষা চলে এল...

West Bengal Weather Update

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলীয় জেলাগুলি ছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমে আগামী তিন থেকে চারদিন তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে।

6/6

বর্ষা চলে এল...

West Bengal Weather Update

বাকি উপকূলবর্তী জেলা এবং উপকূল সন্নিহিত জেলাগুলিতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে অথবা একটু মেঘলা আকাশ থাকতে পারে। তবে আগামী ৩ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।