Home Image: 
WB Weather Update: কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুত্-সহ প্রবল বৃষ্টি, ভাসবে কলকাতা-সহ দুই ২৪ পরগনা
Domain: 
Bengali
Section: 
Home Title: 

কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুত্-সহ প্রবল বৃষ্টি, ভাসবে কলকাতা-সহ দুই ২৪ পরগনা

 

English Title: 
Moderate rain with thunder storm lokely in North and South 24 Prgs
Slide Photos: 
শুক্র-শনিবার

শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।  শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। রবিবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। 

বুধবার

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দুই জেলায় বৃষ্টি

এদিকে আবহাওয়া দফতরের বিকেলে পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুত্-সহ প্রবল বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। ফলে বাদ যাচ্ছে না কলকাতাও।

দক্ষিণবঙ্গে বৃষ্টি

দক্ষিণবঙ্গও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা ও আসামে। নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা এসেছে। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।

জোড়া ঘূর্ণাবর্ত

জোড়া ঘূর্ণাবর্তের জেরে টানা বৃষ্টিপাতের পূর্বভাস দিয়েছে আবহাওয়া দফতর। জেলায় জেলায় তোলপাড় হবে বৃষ্টিতে। উত্তর থেকে দক্ষিণ, বাংলার বহু জেলা ভিজবে বৃষ্টিতে।

 

Publish Later: 
No
Publish At: 
Tuesday, February 18, 2025 - 17:57
Mobile Title: 
কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুত্-সহ প্রবল বৃষ্টি, ভাসবে কলকাতা-সহ দুই ২৪ পরগ
Facebook Instant Gallery Article: 
No