Mithun Chakraborty on Bangladesh: 'বাংলাদেশ এরকম হয়ে যাবে, কোনওদিন ভাবিনি', হতাশার সুর মিঠুনের গলায়...

Bangladesh: 'যা সব কথাবার্তা শুনছি টিভিতে দেখছি যে যা পারছে কথাবার্তা বলছে।আমি একটা কথাই বলবো ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না', বাংলাদেশ প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী। 

Dec 21, 2024, 18:54 PM IST
1/5

বিধান সরকার: শনিবার সকালে পান্ডুয়ায় বিজেপির (BJP) সদস্যতা অভিযান কর্মশালায় উপস্থিত হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সেখানেই বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।  

2/5

মিঠুন বলেন, 'বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ অনুভূতি রয়েছে।পশ্চিমবঙ্গের অনেকেরই মনে হয় সেটা আছে। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনদিন ভাবিনি'।

3/5

'ইমোশনাল কন্টাক্টটা ভেঙে যাওয়াতে খুব কষ্ট পেয়েছি।তারপর যা সব কথাবার্তা শুনছি টিভিতে দেখছি যে যা পারছে কথাবার্তা বলছে।আমি একটা কথাই বলবো ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না'।

4/5

'বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে স্পেশালি বাংলাকে, যদি আমরা সবাই যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার অনিশ্চিত', দাবি মিঠুনের।

5/5

জঙ্গি ধরা পড়া প্রসঙ্গে মিঠুন বলেন,'এগুলো অনেক আগে থেকেই শুরু হয়েছে। শুধু আমাদের খারাপ লাগে আমাদের পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই নিচের দিকে নামছে।এগুলোর জন্য প্রশাসন দায়ী। জঙ্গি ধরা পড়েছে এটাই ভালো খবর'।