বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে অনন্য রেকর্ড করলেন মিতালি রাজ

Feb 01, 2019, 19:05 PM IST
1/5

২০০টি একদিনের ম্যাচ খেলে অনন্য রেকর্ড করলেন মিতালি রাজ

২০০টি একদিনের ম্যাচ খেলে অনন্য রেকর্ড করলেন মিতালি রাজ

এখনও পর্যন্ত ২৬৩টি একদিনের ম্যাচ খেলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। যার মধ্যে ২০০টি ম্যাচেই খেলেছেন মিতালি রাজ। 

2/5

২০০টি একদিনের ম্যাচ খেলে অনন্য রেকর্ড করলেন মিতালি রাজ

২০০টি একদিনের ম্যাচ খেলে অনন্য রেকর্ড করলেন মিতালি রাজ

এর আগে ১৯২টি ম্যাচ খেলার পরই মহিলা ক্রিকেটার হিসাবে অনন্য রেকর্ড করেছিলেন মিতালি। মহিলা ক্রিকেটার হিসাবে এতদিন সর্বাধিক (১৯১) ম্যাচ খেলার রেকর্ড ছিল শার্লট এডওয়ার্ডের। ১৯২টি ম্যাচ খেলে শার্লটকে টপকে গিয়েছিলেন মিতালি। 

3/5

২০০টি একদিনের ম্যাচ খেলে অনন্য রেকর্ড করলেন মিতালি রাজ

২০০টি একদিনের ম্যাচ খেলে অনন্য রেকর্ড করলেন মিতালি রাজ

এবার বিশ্ব ক্রিকেটের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ২০০টি একদিনের ম্যাচ খেললেন তিনি। ১৯৯৯ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল মিতালির। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে অপরাজিত ১১৪ রান করেছিলেন তিনি। 

4/5

২০০টি একদিনের ম্যাচ খেলে অনন্য রেকর্ড করলেন মিতালি রাজ

২০০টি একদিনের ম্যাচ খেলে অনন্য রেকর্ড করলেন মিতালি রাজ

মিতালি রাজের অভিষেকের পর ২১৩টি ম্যাচ খেলেছে ভারত। মিতালি তার মধ্যে ২০০টি ম্যাচে খেলেছেন। মিতালির রান ৬৬২২। 

5/5

২০০টি একদিনের ম্যাচ খেলে অনন্য রেকর্ড করলেন মিতালি রাজ

২০০টি একদিনের ম্যাচ খেলে অনন্য রেকর্ড করলেন মিতালি রাজ

প্রায় ২০ বছরের কেরিয়ার মিতালির।