1/9
রাজ্যের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না সিবিআই। সম্প্রতি সিবিআই-কে দেওয়া 'সাধারণ সম্মতি' প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দিল্লির রামলীলা ময়দানে বিজেপির মহাধিবেশনে সেই প্রসঙ্গ তুলে বিরোধীদের বিঁধলেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবাংলা ও ছত্তীসগঢ়ে সিবিআইকে তদন্তে বাধা দেওয়া হয়েছে। সিবিআইয়ের আধিকারিকরা আসতে পারবেন না। কীসের এত ভয়? কী কুকীর্তি করেছেন?
2/9
একইসঙ্গে নরেন্দ্র মোদী মনে করিয়ে দিয়েছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি এজেন্সি দিয়ে তাঁকে বিব্রত করার চেষ্টা করেছিল তত্কালীন ইউপিএ সরকার। কিন্তু তা সত্ত্বেও তদন্তকারী সংস্থার কাজে তিনি বাধা দেননি বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ''আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ১২ বছর ধরে কংগ্রেসের রিমোট কন্ট্রোল নেতা, সরকারি আধিকারিক, তদন্তকারীরা এবং গোটা ব্যবস্থার মাধ্যমে আমাতে ব্যতিব্যস্ত করে গিয়েছে''।
photos
TRENDING NOW
3/9
4/9
5/9
6/9
7/9
8/9
9/9
photos