Mamata Banerjee| Bangladesh crisis: বিধানসভায় বাংলাদেশ প্রসঙ্গ, রাষ্ট্রসংঘ টেনে মুখ্যমন্ত্রী মমতা বললেন...

Dec 02, 2024, 15:21 PM IST
1/5

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশান্ত বাংলাদেশ। বাংলাদেশে অশান্তির আঁচ এসে পড়েছে এপার বঙ্গেও। এই পরিস্থিতিতে এদিন বিধানসভা অধিবেশনেও উঠল বাংলাদেশ প্রসঙ্গ। আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বললেন, " প্রয়োজনে রাষ্ট্রসংঘ শান্তি সেনা পাঠাক। আমরা শান্তি চাই।"  

2/5

মমতা এদিন বিধানসভায় বলেন, "একটা সংবেদনশীল ব্যাপার আছে। ভারতের ইতিহাস বুঝতে হবে। দেশ ভাগের পরে বাংলাদেশ, পাকিস্তান আলাদা হয়েছে। বাংলাদেশে যা সব হচ্ছে... যদিও এটা কেন্দ্রের ব্যাপার। পররাষ্ট্র ব্যাপার। কিন্তু আমাদের ৭৯ জন মৎস্যজীবী বাংলাদেশের জেলে আটক রয়েছে।"   

3/5

"আমরা ট্র‍্যাক করেছি। আমরা আইনজীবী দিয়েছি। আমরা কেন্দ্রকে বলেছি। কিন্তু আজও তাদের মুক্তি দেয়নি। এখানে বাংলাদেশের ট্রলার ডুবে গিয়েছিল। আমরা কিন্তু তাদের উদ্ধার করে দেশে পাঠিয়েছি। আমাদের অনেক বন্ধুর আত্মীয়স্বজন সেখানে আছে।"   

4/5

কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, "সীমান্ত বিএসএফ পাহারা দেয়। গত ১০ দিন ধরে দেখছি, কেন্দ্রীয় সরকার চুপ করে আছে। তার দল রোজ মিছিল করছে। বলছে সীমান্ত আটকে দেব। খাবার দেব না। এটা আমাদের এক্তিয়ার নয়। এটা কেন্দ্র গাইডলাইন দেয়। ধর্ম, বর্ণ, জাতি যেখানেই আক্রান্ত হোক, আমরা নিন্দা করি। শান্তি ফিরুক নিশ্চিত চাই।"   

5/5

"আমাদের দাবি এই হাউজ থেকে, আমাদের বন্ধুদের ওপর যেন অত্যাচার না হয়। প্রধানমন্ত্রী কথা বলুক। বিদেশমন্ত্রী কথা বলুক। দুই দেশ কথা বলুক। না হলে কেন্দ্র ভারতীয়দের ফেরাক। আমরা খাবার জোগাতে পারব। আমি ইস্কনের সাথে কথা বলেছি। প্রয়োজনে রাষ্ট্রসংঘ শান্তি সেনা পাঠাক। আমরা শান্তি চাই।"