Maha Shivratri 2025: শিবরাত্রিতে কী দিয়ে শিবপুজো করলে দীর্ঘ আয়ু এবং বিপুল ধনসম্পত্তি লাভ হয়, জানেন? সামান্য কিছু...

Maha Shivratri Essential Puja Vidhi: এই তিথিতেই প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয় বলে বিশ্বাস। হিন্দুশাস্ত্রমতে সব ব্রতের শ্রেষ্ঠ ব্রত শিবরাত্রি ব্রত। মহাদেব এবং পার্বতীর বিয়ের দিন এটি। জানুন এ দিনের মাহাত্ম্য়।

| Feb 25, 2025, 19:27 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই ব্রত। হিন্দুশাস্ত্রমতে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত শিবরাত্রির ব্রত। কেননা ভক্তদের বিশ্বাস, এই তিথিতেই প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয়। তাই শিবভক্তদের জন্য মহাশিবরাত্রি তিথি অত্যন্ত স্পেশাল। মহাশিবরাত্রির পুজোর অনেক নিয়মকানুন আছে। আছে শিবরাত্রির চার প্রহরের পুজোর নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট উপচার। আসুন, শিবরাত্রির আবহে সেগুলি জেনে নেওয়া যাক।

1/6

প্রথম দুই প্রহর

আগে জেনে নিন প্রহরগুলির সময়-পর্ব। প্রথম প্রহরের পুজো শুরু বুধবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে, শেষ রাত ৯টা ২৬ মিনিটে। দ্বিতীয় প্রহরের পুজো শুরু বুধবার রাত ৯টা ২৬ মিনিটে, শেষ ১২টা ৩৪ মিনিটে।

2/6

দ্বিতীয় দুই প্রহর

তৃতীয় প্রহরের পুজো শুরু ১২টা ৩৪ মিনিট থেকে, চলবে বৃহস্পতিবার ভোর ৩টে ৪১ মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরের পুজো শুরু বৃহস্পতিবার ভোর ৩টে ৪১ মিনিট থেকে সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত।

3/6

প্রথম প্রহর

মহাশিবরাত্রিতে চার প্রহরে চাররকম দ্রব্য দিয়ে পুজো করতে হয়। প্রথম প্রহরের পুজোয় জলধারা দিয়ে শিবের অভিষেক করা হয়। এই প্রহরে শিব পুজো করলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করা যায় বলে মনে করা হয়।

4/6

দ্বিতীয় প্রহর

দ্বিতীয় প্রহরে শিবকে দই দিয়ে অভিষেক করতে হয়। এই প্রহরের পুজোয় ধন-সমৃদ্ধি লাভ করা যায়।

5/6

তৃতীয় প্রহর

মহাশিবরাত্রে তৃতীয় প্রহরের পুজোর সময় ঘি দিয়ে শিবের অভিষেক করাই বিধি। এর দ্বারা মনস্কামনা পূরণ হয় এবং সন্তানসুখ লাভ করা যায়।

6/6

চতুর্থ প্রহর

চতুর্থ তথা শেষ প্রহরের পুজোয় প্রথমে মধু পরে জলধারা দিয়ে শিবের অভিষেক হয়। এই প্রহরে পুজো করলে মোক্ষলাভ হয় এবং শিবের অশেষ আশীর্বাদ লাভ করা যায়। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)