গ্যাংস্টারের ছোটা রাজনের ভাই মহারাষ্ট্রে এনডিএ প্রার্থী, সমালোচনার মুখে বদল

Oct 03, 2019, 21:39 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: সমালোচনার মুখে পড়ে মহারাষ্ট্রে প্রার্থী বদল করতে বাধ্য হল এনডিএ শরিক আরপিআই। ফলটন বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন না অন্ধকার জগতের ডন ছোটা রাজনের ভাই।

2/6

মহারাষ্ট্রে আসন সমঝোতায় ৬টি বিধানসভা আসন পেয়েছে এনডিএ শরিক রামদাস আটাওয়ালের দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া। ফলটন, মালসিরাস, ভান্ডারা, নইগাঁও, পাঠরি ও মানখুর্দ-শিবাজি নগর -আসনগুলি পেয়েছে তারা। 

3/6

ফলটন আসনে গ্যাংস্টার ছোটা রাজনের ভাই দীপক নিকালজেকে প্রার্থী করে আরপিআই। পিটিআই-কে আরপিআই নেতা জানান, ওই এলাকায় দীপকের প্রভাব রয়েছে। সে কারণে তাঁকে প্রার্থী করেছে দল।   

4/6

এর আগে ২০০৪, ২০০৯ ও ২০১৪ সালে আরপিআই-র টিকিটে চেম্বুর কেন্দ্র থেকে হেরেছেন দীপক নিকালজে। কিন্তু ওই আসনটি এবার ভাগাভাগিতে পেয়েছে শিবসেনা। 

5/6

নিকালজে আরপিআই প্রার্থী করার পরই ওঠে সমালোচনার ঝড়। অস্বস্তি বাড়ে বিজেপির। এরপরই ওই কেন্দ্রে প্রার্থী বদল করে দিগম্বর আগাওয়ার নাম ঘোষণা করে আরপিআই। 

6/6

অনেকেই মনে করছেন, প্রার্থী বদলের নেপথ্য রয়েছে বিজেপি। মহারাষ্ট্রে সুবিধাজনক অবস্থায় হয়েছে এনডিএ। এহেন পরিস্থিতিতে নিজেদের ভাবমূর্তি খারাপ করতে চান না মোদী-শাহ। এর পাশাপাশি বিরোধীদের হাতে অযথা হাতিয়ার তুলে দেওয়ার পক্ষপাতী নন তাঁরা।