Maha Shivratri 2025: শিবরাত্রির মতো অতি পবিত্র তিথিতে কোন কোন রাশির কপাল খুলবে? কাদের মাথায় ঝরবে শিবের অশেষ কৃপা?

Maha Shivratri Lucky Zodiac Signs: এবার এই সময়ে চাঁদ মকরে, শুক্র ও রাহু মীনে; সঙ্গে কেতু ও কন্যার বিশেষ অবস্থান। সব মিলিয়ে বইবে এক কসমিক এনার্জি। তাছাড়া এই তিথিতেই প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয় বলে বিশ্বাস। হিন্দুশাস্ত্রমতে সব ব্রতের শ্রেষ্ঠ ব্রত শিবরাত্রি ব্রত।

| Feb 25, 2025, 20:27 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন শিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। হিন্দুশাস্ত্রমতে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত শিবরাত্রি। এবার এ সময়ে চাঁদ মকরে, শুক্র ও রাহু মীনে; আর সঙ্গে রয়েছে কেতু ও কন্যার বিশেষ অবস্থান। সব মিলিয়ে একটা কসমিক এনার্জি এই সময়ে বইছে। আর তার জেরে কপাল খুলবে অনেকেরই। ভক্তদের বিশ্বাস, এই তিথিতেই প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয়। তাই শিবভক্তদের জন্য মহাশিবরাত্রি তিথি অত্যন্ত স্পেশাল। মহাশিবরাত্রির পুজোর অনেক নিয়মকানুন আছে। আছে শিবরাত্রির চার প্রহরের পুজোর নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট উপচার।

1/6

প্রহরে প্রহরে পুজো

আগে জেনে নিন প্রহরগুলির সময়-পর্ব। প্রথম প্রহরের পুজো শুরু বুধবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে, শেষ রাত ৯টা ২৬ মিনিটে। দ্বিতীয় প্রহরের পুজো শুরু বুধবার রাত ৯টা ২৬ মিনিটে, শেষ ১২টা ৩৪ মিনিটে। তৃতীয় প্রহরের পুজো শুরু ১২টা ৩৪ মিনিট থেকে, চলবে বৃহস্পতিবার ভোর ৩টে ৪১ মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরের পুজো শুরু বৃহস্পতিবার ভোর ৩টে ৪১ মিনিট থেকে সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত।

2/6

জল ও দধি

মহাশিবরাত্রিতে চার প্রহরে চাররকম দ্রব্য দিয়ে পুজো করতে হয়। প্রথম প্রহরের পুজোয় জলধারা দিয়ে শিবের অভিষেক করা হয়। এই প্রহরে শিব পুজো করলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করা যায় বলে মনে করা হয়। দ্বিতীয় প্রহর দ্বিতীয় প্রহরে শিবকে দই দিয়ে অভিষেক করতে হয়। এই প্রহরের পুজোয় ধন-সমৃদ্ধি লাভ করা যায়।

3/6

ঘৃত ও মধু

মহাশিবরাত্রে তৃতীয় প্রহরের পুজোর সময় ঘি দিয়ে শিবের অভিষেক করাই বিধি। এর দ্বারা মনস্কামনা পূরণ হয় এবং সন্তানসুখ লাভ করা যায়। চতুর্থ প্রহর চতুর্থ তথা শেষ প্রহরের পুজোয় প্রথমে মধু পরে জলধারা দিয়ে শিবের অভিষেক হয়। এই প্রহরে পুজো করলে মোক্ষলাভ হয় এবং শিবের অশেষ আশীর্বাদ লাভ করা যায়। আসুন, এবার জেনে নিই, কোন কোন রাশির ভাগ্য এসময়ে তুঙ্গে থাকবে।

4/6

মিথুন

এঁদের ঘরসংসারে এবং সম্পর্কে বিশেষ শুভসূচনা হবে এই সময়ে। প্রেমে হাবুডুবু খাবেন এঁরা। মনের সমস্ত মালিন্য মুছে যাবে। মানসিক ভাবে এই সময়টা দারুণ কাটবে এঁদের। আইনি কোনও জাটিলতা থাকলে তা এই সময়েই মিটে যাবে। শরীরস্বাস্থ্য ভালো থাকবে। এই সময়ে এঁরা এঁদের স্বপ্নের জন্য বেশি করে দৌড়বেন এবং তা সফল হবে।

5/6

মকর

পরিবারের সঙ্গে বিদেশভ্রমণ ঘটবে। ভালোবাসার মানুষটির সঙ্গে খুবই আনন্দে কাটবে এই সময়টা। কোনও পুরনো বাতিল প্রকল্পে আবার কোমর বেঁধে নেমে পড়ার সময়। সব সময় ভাগ্য সঙ্গে থাকবে। কোনও আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। 

6/6

কুম্ভ

কোনও সুখবর আসবে। সম্পত্তি বাড়বে বা তার সূচনা হবে। পেশাজগতে প্রচুর উন্নতি হবে। নতুন কোনও সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে খুবই ভালো। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)