রোস্টেড বার্লি, গম, পর্ক আর কবিতা-লেখা রঙিন কাগজ! দেখে নিন তিব্বতি নববর্ষের উজ্জ্বল ছবি...

Losar Tibetan New Year: লোসার নববর্ষ তিব্বতিদের সবচেয়ে বড় উৎসব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলির একটি। তিব্বতি জাতির ঐতিহ্যবাহী ক্যালেন্ডার অনুযায়ী প্রথম তিব্বতি মাসের প্রথম দিনেই শুরু নববর্ষ।

| Feb 24, 2023, 16:55 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোসার নববর্ষ তিব্বতিদের সবচেয়ে বড় উৎসব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলির একটি। তিব্বতি জাতির ঐতিহ্যবাহী ক্যালেন্ডার অনুযায়ী প্রথম তিব্বতি মাসের প্রথম দিনেই শুরু নববর্ষ। উৎসব উদযাপনে রাতে আতশবাজির আলোয় মেতে ওঠে তিব্বত। এবার লোসার নববর্ষ পড়েছে ২১ ফেব্রুয়ারি। তবে ফসল কাটার উপর নির্ভর করে তিব্বতের বিভিন্ন অঞ্চলের মানুষ ভিন্ন ভিন্ন সময়ে লোসার নববর্ষ উদযাপন করেন।                                                                                                                                         (ছবি ও তথ্য: কায়েস আনসারি)

1/6

তিব্বতি নববর্ষ

তিব্বতি নববর্ষ বা লোসার নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত তিব্বত। ভুটিয়া ও শেরপা গোষ্ঠীদের কাছে এই উৎসব খুবই বড়।  

2/6

ঐতিহ্যবাহী

ঐতিহ্যবাহী পোশাক বাখু পরে সকালে সকলে গুম্ফায় ভগবান বুদ্ধের সামনে প্রার্থনায় শামিল হন। এই প্রার্থনার সময়ে এদের ঐতিহ্যবাহী এক ইনস্ট্রুমেন্ট বাজে। 

3/6

নববর্ষের প্রার্থনা

প্রার্থনার সময়ে তাঁরা গত বছরে করা ভুলের জন্য ক্ষমা চান এবং নতুন বছর যাতে ঠিকঠাক কাটে তার জন্য আশীর্বাদ চান। 

4/6

নিজস্ব সংস্কৃতির সুষমা

রাজধানী লাসার বিভিন্ন বাজারে বাহারি খাবারদাবার। সাজসজ্জার দোকানে বেশ ভিড়। ব্যবসায়ীরা বলছেন, মাখন, কাঠের বাটি, মিছরি, শুকনো ফল, প্রার্থনার জন্য পতাকা ও কেক দেদার বিক্রি হচ্ছে। এ সময়ে তিব্বতিদের ঘরে আত্মীয় বন্ধু সমাগম ঘটে। নিজেদের সংস্কৃতির খাওয়া-দাওয়ায় মজে থাকেন তাঁরা।

5/6

পারিবারিক পুনর্মিলন

আনন্দ-উল্লাস ও পারিবারিক পুনর্মিলনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তিব্বতি নববর্ষ উৎসব। পনেরো দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে লাসা সেজে ওঠে বর্ণিল নানা সাজে। 

6/6

উজ্জ্বল বসন্ত

এ সময়ে নববর্ষের কাপলেট বা কবিতা ও শুভবাক্য লেখা রঙিন কাগজ দিয়ে সাজানো হয় ঘরবাড়ি। বিক্রি হয় চিমা বাক্স। চিমা বাক্স হল তিব্বতিদের একটা বিশেষ ঐতিহ্য। এখানে একটি কাঠের বাক্সের ভিতর থাকে রোস্টেড বার্লি এবং গম ভাজা। নববর্ষের আগের দিন রান্না হয় বিশেষ এক ধরনের খাবার। এই সময়ে সাধারণত আবহাওয়া দারুণ থাকে। উজ্জ্বল বসন্ত। দীপ্ত রৌদ্রময় ঝকঝকে দিন। তবে কখনও কখনও বৃষ্টির পরিবেশও থাকে।