রোস্টেড বার্লি, গম, পর্ক আর কবিতা-লেখা রঙিন কাগজ! দেখে নিন তিব্বতি নববর্ষের উজ্জ্বল ছবি...
Losar Tibetan New Year: লোসার নববর্ষ তিব্বতিদের সবচেয়ে বড় উৎসব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলির একটি। তিব্বতি জাতির ঐতিহ্যবাহী ক্যালেন্ডার অনুযায়ী প্রথম তিব্বতি মাসের প্রথম দিনেই শুরু নববর্ষ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোসার নববর্ষ তিব্বতিদের সবচেয়ে বড় উৎসব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলির একটি। তিব্বতি জাতির ঐতিহ্যবাহী ক্যালেন্ডার অনুযায়ী প্রথম তিব্বতি মাসের প্রথম দিনেই শুরু নববর্ষ। উৎসব উদযাপনে রাতে আতশবাজির আলোয় মেতে ওঠে তিব্বত। এবার লোসার নববর্ষ পড়েছে ২১ ফেব্রুয়ারি। তবে ফসল কাটার উপর নির্ভর করে তিব্বতের বিভিন্ন অঞ্চলের মানুষ ভিন্ন ভিন্ন সময়ে লোসার নববর্ষ উদযাপন করেন। (ছবি ও তথ্য: কায়েস আনসারি)