২৪ ঘণ্টা কেটে গেল, ধর্মনিরপেক্ষতার ঝান্ডাবাহীরা কোথায়? প্রশ্ন মোদীর

Apr 10, 2019, 20:43 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: মুসলিম ভোটের বিভাজন আটকাতে প্রকাশ্য সভায় বার্তা দিয়েছেন মায়াবতী। নিজেকে সংখ্যালঘু দরদী হিসেবে তুলে ধরে বসপা সুপ্রিমো। তাঁর ওই ভাষণের পর একটি টিভি চ্যানেলে প্রতিক্রিয়া দিতে গিয়ে 'ধর্মনিরপেক্ষ' লোকজনদের বিঁধলেন  নরেন্দ্র মোদী। 

2/5

রবিবার উত্তরপ্রদেশের সহারানপুরের সভায় মায়াবতী বার্তা দেন, “ভোট ভাগ করবেন না। বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার মতো ক্ষমতা নেই কংগ্রেসের। লড়াই হবে মহাজোটের সঙ্গে।”    

3/5

নরেন্দ্র মোদী বলেন, ''মায়াবতীর চিন্তা করছি না। ওনার ডুবন্ত নৌকো। মুসলিমদের আশ্রয় করে বাঁচতে চাইছেন''।     

4/5

এরপরই মোদীর খোঁচা, দেশে ধর্মনিরপেক্ষতার ঝান্ডা নিয়ে যাঁরা ঘোরেন, তাঁদের নিয়ে চিন্তা করছি। ২৪ ঘণ্টা কেটে গেলেও তাঁদের মুখ বন্ধ কেন?

5/5

মুসলিমদের চিঠি লিখে বুধবার জামাত-এ-ইসলামি হিন্দ আবেদন করেছে, তাঁরা যেন মহাজোটকেই দেন।