1/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/23/193943-1.jpg)
রাজ্যে গেরুয়া ঝড়। ভোটের ফলাফলে বিজেপির ব্যাপক জয়ের ইঙ্গিত মিলতেই শুরু হয়ে গিয়েছে উচ্ছ্বাস। মুখে গেরুয়া আবির মেখে উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিজেপি কর্মী সমর্থকরা। কেউ আবার দলীয় পতাকাটাকেই মাথায় বেঁধে নিয়েছেন। কেউ আবার প্রিয় নেতার মুখোশ পরে নিজেই 'মোদী' সেজেছেন। পোশাকেও উচ্ছ্বসিত কর্মী, সমর্থকেরা বেছে নিয়েছেন কমলা রংকে। মোদীর মুখোশ, দলীয় পতাকার পাশাপাশি রামের ছবি হাতেও উচ্ছ্বাসে ফেটে পড়তে গেল বিজেপি সমর্থকদের।
photos
TRENDING NOW
photos