থানায় লাইব্রেরি! এবার লক-আপে বসেই বই পড়ে অবসরযাপন

বই নিয়ে উল্টেপাল্টে দেখবে পড়বে তথাকথিত অপরাধী বা অভিযুক্তেরা। সময় কাটবে। হয়তো মনেরও ইতিবাচক পরিবর্তন ঘটবে।

| Mar 28, 2022, 14:15 PM IST

কথায় বলে, বইয়ের চেয়ে বড় বন্ধু হয় না। সুস্থ সাধারণ মানুষের জীবনের কথা ভেবেই এটা হয়তো বলা হয়ে থাকে। কিন্তু সেই চৌহদ্দিটা সম্ভবত বেড়ে গেল। কেননা, এবার থানার লক-আপেও হল গ্রন্থাগার। যেখানে থাকবে নানা কিসিমের বই। বই নিয়ে উল্টেপাল্টে দেখবে পড়বে তথাকথিত অপরাধী বা অভিযুক্তেরা। সময় কাটবে তাদের। হয়তো মনেরও ইতিবাচক পরিবর্তন ঘটবে। 

1/6

গ্রন্থাগার

অভিনব উদ্যোগ মালদা থানার। অভিনব উদ্যোগ মালদা থানার আইসির। মালদা জেলায় এই প্রথম কোনও পুলিস থানার কারাগারে  লাইব্রেরি তৈরি হল। শুধুমাত্র বন্দিদের জন্য মালদা থানার উদ্যোগে তৈরি করা হল এই লাইব্রেরি। 

2/6

কারাগারে লাইব্রেরি

এই নজির স্থাপন করলেন আইসি হীরক বিশ্বাস। মালদা থানার কারাগারে লাইব্রেরি উদ্বোধন করলেন মালদা জেলা পুলিস সুপার অমিতাভ মৈত্র। এঁরা ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য জেলা পুলিসের কর্তা আধিকারিকেরা।   

3/6

লক-আপে

কোনও আসামিকে ধরে আনার পর থানার লক-আপেই রাখা হয়। আবার কোনও অভিযুক্তকে পুলিসি রিমান্ডে নিলে তাকেও থানার কারাগারেই রাখা হয়। 

4/6

মালদা থানার আইসি-র উদ্যোগে

কিন্তু এই বন্দিদের কাছে সময় কাটানোর কোনও উপায় বা উপকরণ থাকে না। তাই মালদা থানার আইসি-র উদ্যোগে অভিযুক্ত বা অপরাধীদের সময় কাটানোর জন্য এই লাইব্রেরি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।

5/6

লাইব্রেরি

মালদা থানার কারাগারের সামনেই তৈরি হয়েছে লাইব্রেরিটি। কারাগারের বাইরেই রাখা হয়েছে একটি আলমারি। এখানে রাখা রয়েছে বেশ কিছু বই। রয়েছে ধর্ম-সংক্রান্ত বইপত্র, উপন্যাস, ভ্রমণকাহিনি। 

6/6

সাধুবাদ

আসামিরা নিজের পছন্দমতো বই নিয়ে পড়তে পারবেন। মালদা থানার পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন জেলার সাধারণ মানুষ।