শুভমান গিলের মতো সচিন-সৌরভ-বিরাটরাও অভিষেক ম্যাচে ব্যর্থ হয়েছিলেন

| Feb 01, 2019, 11:45 AM IST
1/9

শুভমান গিলের মতো সচিন-সৌরভ-বিরাটরাও অভিষেক ম্যাচে ব্যর্থ হয়েছিলেন

# বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তরুণ প্রতিভাবান শুভমান গিলের। প্রথম ম্যাচে ২৩ বলে মাত্র ৯ রান করেন তিনি। একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে শুভমানের মতো ব্যর্থ হয়েছিলেন সচিন,সৌরভ,রাহুল, বিরাট, সেওয়াগের মতো তারকারাও।

2/9

2

শুভমান গিলের মতো সচিন-সৌরভ-বিরাটরাও অভিষেক ম্যাচে ব্যর্থ হয়েছিলেন

# বিরাট কোহলি : ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক হয় বিরাট কোহলির। প্রথম ম্যাচে বিরাট করেছিলেন ২২ বলে ১২ রান।

3/9

3

শুভমান গিলের মতো সচিন-সৌরভ-বিরাটরাও অভিষেক ম্যাচে ব্যর্থ হয়েছিলেন

# রোহিত শর্মা : ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রোহিত শর্মার। অভিষেক ম্যাচে সাত নম্বরে নেমে ৮ রান করেছিলেন রোহিত।

4/9

4

শুভমান গিলের মতো সচিন-সৌরভ-বিরাটরাও অভিষেক ম্যাচে ব্যর্থ হয়েছিলেন

# শিখর ধাওয়ান : ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক একদিনের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন শিখর।

5/9

5

শুভমান গিলের মতো সচিন-সৌরভ-বিরাটরাও অভিষেক ম্যাচে ব্যর্থ হয়েছিলেন

# মহেন্দ্র সিং ধোনি : ২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেকে শূন্য রানে আউট হন এমএসডি।

6/9

6

শুভমান গিলের মতো সচিন-সৌরভ-বিরাটরাও অভিষেক ম্যাচে ব্যর্থ হয়েছিলেন

# রাহুল দ্রাবিড় : ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে মাত্র ৩ রানে আউট হন দ্রাবিড়।

7/9

7

শুভমান গিলের মতো সচিন-সৌরভ-বিরাটরাও অভিষেক ম্যাচে ব্যর্থ হয়েছিলেন

# সৌরভ গাঙ্গুলি : ১৯৯২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক হয় সৌরভ গাঙ্গুলির। প্রথম ম্যাচে তিনি ৩ রান করেন।

8/9

8

শুভমান গিলের মতো সচিন-সৌরভ-বিরাটরাও অভিষেক ম্যাচে ব্যর্থ হয়েছিলেন

# বীরেন্দ্র সেওয়াগ : ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক মাত্র ১ রান করেছিলেন বীরু।

9/9

9

শুভমান গিলের মতো সচিন-সৌরভ-বিরাটরাও অভিষেক ম্যাচে ব্যর্থ হয়েছিলেন

# সচিন তেন্ডুলকর : ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন সচিন।