LIC Policy: প্রিমিয়াম দিতে পারছেন না? কীভাবে বাঁচাবেন আপনার পলিসি? জানুন বিশদে

 লকডাউনে আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছেন অনেকে। এই অবস্থায় পলিসি না খুইয়ে মিস যাওয়া বিমার প্রিমিয়াম পরিশোধ কীভাবে করবেন জেনে নিন 

Jun 26, 2021, 07:19 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছেন অনেক মানুষ। লোন শোধ বা বিমার প্রিমিয়াম (Insurance Premiums) দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। ম্যাচুরিটি না হওয়া পর্যন্ত প্রতি মাসে প্রিমিয়াম দিতে হবে। এদিকে সঠিক সময়ে প্রিমিয়াম না দিতে পারলে আপনার পলিসি খোয়ানোর আশঙ্কাও থাকে। তবে কিছু উপায় রয়েছে যার মাধ্যমে প্রিমিয়াম মিস করে গেলেও LIC Policy পুনরুদ্ধার করা সম্ভব। জেনে নিন।

2/6

সাধারণ পদ্ধতিতে এলআইসি পলিসি (LIC Policy) পুনরুদ্ধার (Revive) করতে পারবেন গ্রাহকরা। এই পদ্ধতিতে পলিসি ল্যাপস হয়ে যাওয়ার পর  ৬ মাসের মধ্যে তা পুনরুদ্ধার করা সম্ভব। যদিও সেক্ষেত্রে প্রিমিয়াম (Premium) সহ একটা নির্দিষ্ট পরিমাণ সুদের অঙ্ক দিতে হবে আপনাকেই। যদিও এক্ষেত্রে কোনো ডকুমেন্ট কোম্পানির তরফে চাওয়া হয় না।

3/6

মেডিকেল কারণ দেখিয়ে LIC Policy পুনরুদ্ধার সম্ভব। তবে গ্রাহকরা পলিসির সম্পূর্ণ মেয়াদে কেবল একবার এই পদ্ধতিতে এই ব্যবস্থার সুবিধা নিতে পারবেন। 

4/6

বিশেষ পুনরুদ্ধার স্কিমের মাধ্যমেও এলআইসি পলিসি পুনরুদ্ধারের ব্যবস্থা রয়েছে। তবে এক্ষেত্রে পুনরুদ্ধারের সময় গ্রাহকদের বাড়তি একটি সিঙ্গেল প্রিমিয়াম দিতে হবে। পুরো প্রিমিয়াম শোধ করার পরেই এই বিশেষ পুনরুদ্ধার স্কিমের সুবিধা নেওয়া যাবে। এক্ষেত্রে সুস্বাস্থ্যের কথা নিশ্চিত করতে হবে গ্রাহকদের।

5/6

ইনস্টলমেন্ট পুনরুদ্ধার স্কিমের মাধ্যমে পলিসি না খুইয়ে কয়েকটি ইনস্টলমেন্টের (Installments) মাধ্যমে বকেয়া থাকা প্রিমিয়াম (Due Premium) পরিশোধ করার সুযোগ রয়েছে গ্রাহকদের জন্য। সব বকেয়া একসঙ্গে যাঁরা দিতে পারবেন না তাঁদের জন্য এই স্কিম যথাযথ।   

6/6

লোনের (Loan) মাধ্যমে পলিসি পুনরুদ্ধার সম্ভব। যদি কিছু পরিমাণ প্রিমিয়াম আগে জমা পড়ে থাকে তবে সেখান থেকে অগ্রিম টাকা লোন হিসেবে নিয়ে পরের প্রিমিয়ামগুলি শোধ করতে পারেন আপনি। এক্ষেত্রে প্রিমিয়াম পরিশোধের জন্য অন্য কোনো উৎস থেকে টাকা ধার করতে হবে না।