Lachung Bridge Collapes: বছরের শুরুতেই ভয়ংকর দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত ব্রিজ, আহত..

Lachung Bridge Collapes: আচমকাই ধস লাচুং ব্রিজে। গত বছরই বর্ষাকালে ব্রিজটি মেরামত করে গত মাসেই পুনরায় চালু করা হয়েছিল।

| Jan 04, 2025, 18:24 PM IST
1/5

কায়েস আনসারি: ভয়ঙ্কর দুর্ঘটনা লাচুং ব্রিজে। আচমকাই নামে ধস। লাচুং এবং কাতাউ (উত্তর সিকিম) কে সংযোগকারী প্রধান এই সেতু।

2/5

ব্রিজটি হুড়মুড়িয়ে ধসে পড়ার সময় সেখান দিয়ে একটি ট্রাক যাচ্ছিল। সৌভাগ্যবশত, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

3/5

জানা গিয়েছে, গত বছর বর্ষাকালে ঘেটো রং করার কারণে ব্রিজটি মেরামতের কাজ চলছিল। গত মাসেই এটি পুনরায় চালু করা হয়।

4/5

এই অঞ্চলটি (উত্তর সিকিম) সম্পূর্ণরূপে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন কারণ এটি ভারত ও চিনের বোর্ডার এলাকা।

5/5

পর্যটকদের এখানে আসার জন্য আর্মি এবং সিকিম সরকারের থেকে অনুমতি নিয়ে এই ব্রিজটি পার করতে হয়।