Kriti-Pulkit Wedding : প্যাস্টেল শেডের রুপকথা! গাঁটছড়া বাঁধলেন কৃতী-পুলকিত...

১৫ মার্চ বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দা। একটি ছবিতে, কৃতিকে পুলকিতের কপালে চুম্বন দিতে দেখা গেছে। 

Mar 17, 2024, 12:09 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৫ মার্চ বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দা। 

2/7

শনিবার এই দম্পতি নিজেরাই সোশ্যাল মিডিয়ায় বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেছে।  

3/7

হরিয়ানার মানেসারের আইটিসি গ্র্যান্ড ভারতে বিয়ের অনুষ্ঠানটি হয়েছে বলে জানতে পারা গেছে।

4/7

দম্পতি তাঁদের এই বড় দিনের জন্য সুন্দর প্যাস্টেল রঙের পোশাক সেজেছিলেন, বিশেষ করে পুলকিতের পোশাক সকলের নজর কেড়েছে। 

5/7

একটি ছবিতে, কৃতিকে পুলকিতের কপালে চুম্বন দিতে দেখা গেছে। তাঁদের হাসি সকলকে মুগ্ধ করেছে।

6/7

২০১৮-তে "ভিরে কি ওয়েডিং" সিনেমার সেটে পুলকিত ও কৃতীর ঘনিষ্ঠতা শুরু হয়। দুজনে একসঙ্গে এরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন।

7/7

ভক্ত এবং মিডিয়ার জল্পনা-কল্পনার মধ্যে, কৃতি এবং পুলকিত অবশেষে ২০১৯ সালে তাঁদের সম্পর্ক নিশ্চিত করেছেন।