KMC Budget: কাউন্সিলরদের হাতে বাড়ছে টাকা, কলকাতায় বাড়ি তৈরিতে অনুমোদন ফি হচ্ছে অর্ধেক!

Mayor Firhad Hakim announces Kolkata Municipal Corporation Budget 2025:  সমাজকল্যাণ ও শহুরে নগর দারিদ্র দূরীকরণ বিভাগে বরাদ্দ একলাফে ১ কোটি থেকে বেড়ে ২৯ কোটি!  

Feb 20, 2025, 15:25 PM IST
1/6

কলকাতা পুরসভার বাজেট পেশ...

KMC Budget 2025-26

রক্তিমা দাস: ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আনুমানিক ১১৪.৭২ কোটি টাকার কলকাতা পুরসভার ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র। গত বছরের তুলনায় এ বছর ঘাটতি বাড়ল। গত বছর ঘাটতি বাজেটের পরিমাণ ছিল ১১২ কোটি টাকা। এ বছর ঘাটতি বেড়ে হল ১১৪ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ২ কোটি ৭২ লক্ষ টাকা বেশি।  

2/6

কলকাতা পুরসভার বাজেট পেশ...

KMC Budget 2025-26

কার পার্কিং খাতে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২১ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে কার পার্কিং খাতে কলকাতা পুরসভার আয়-হয়েছিল ১৩.৪৬ কোটি টাকা। লাইসেন্স খাতে এই আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৮০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা পুরসভার আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫,৫২৪.৮৪ কোটি টাকা। আর ব্যয়ের লক্ষ্য মাত্র রাখা হয়েছে ৫,৬৩৯.৫৬ কোটি টাকা।   

3/6

কলকাতা পুরসভার বাজেট পেশ...

KMC Budget 2025-26

সম্পত্তি কর খাতে আয় বেড়েছে কলকাতা পুরসভার। ২০২৪-২৫ অর্থবর্ষে  ৮ ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভা কর বাবদ সংগ্রহ করেছে ৯৪৪ কোটি টাকা। যেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে সমগ্র বছর জুড়ে সম্পত্তি কর খাতে কলকাতা পুরসভার আয় হয়েছিল ১ হাজার ২১০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে সম্পত্তি কর বাবদ আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১,৫৮১.৩৩ কোটি টাকা।  

4/6

কলকাতা পুরসভার বাজেট পেশ...

KMC Budget 2025-26

কলকাতা পুরসভার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে বাড়ানো হল কাউন্সিলরদের ফান্ড। অর্থাৎ এলাকা বা ওয়ার্ড উন্নয়নের জন্য কাউন্সিলরদের হাতে বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ল। কাউন্সিলরদের হাতে এখন বেশি টাকা থাকবে। ফান্ড আগে ১৫ লক্ষ ছিল, তা ২০ লক্ষ করা হল। ইন্ট্রিগেটেড বোরো ফান্ড ২৫ লক্ষ ছিল, ৩০ লক্ষ করা হল।  

5/6

কলকাতা পুরসভার বাজেট পেশ...

KMC Budget 2025-26

এর পাশাপাশি, নতুন বাজেটে ২ থেকে ৩ কাঠা জায়গায় বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন ফি ৫০ শতাংশ কমানো হল। সমাজকল্যাণ ও শহুরে নগর দারিদ্র দূরীকরণ বিভাগে বরাদ্দ বাড়ল। বরাদ্দ হয়েছে ২৯ কোটি ৫২ লক্ষ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে এই খাতে ১ কোটি ৩১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ ছিল।  

6/6

কলকাতা পুরসভার বাজেট পেশ...

KMC Budget 2025-26

তবে স্বাস্থ্যখাতে বরাদ্দ কমল। ২০২৫-২৬ অর্থবর্ষে স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হলো ১৮০.০৫ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল ১৮৬. ৫৫ কোটি টাকা। মেয়রের বাজেট পেশের পরই ২০২৫-২৬ অর্থবর্ষের এই বাজেটকে 'দিশাহীন ও  জনবিরোধী বাজেট' বলে কটাক্ষ করে বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা।