আগামী কাল শিবরাত্রি: জেনে নিন কখন লগ্ন; পুজোয় কী করবেন, কী করবেন না

| Mar 10, 2021, 18:55 PM IST
1/6

বুধবার ১০ মার্চ দুপুর ২টো ৪০ মিনিট পর্যন্ত দ্বাদশী তিথি থাকবে। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। ত্রয়োদশী থাকবে আগামীকাল, ১১ মার্চ বৃহস্পতিবার বেলা ২টো ৩৮ অব্দি। এর পর থেকে চতুর্দশী তিথি। ১১ মার্চ বেলা ২টো ৩৯ মিনিটের পর থেকে শিবরাত্রি। এই তিথি শেষ হবে ১২ মার্চ শুক্রবার বিকেল ৩টে ২ মিনিটে।

2/6

মহাদেবের পুজোর জন্য কয়েকটি ফুল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যেমন অপরাজিতা। বলা হয়, নীলকণ্ঠ মহাদেবের ওই নীলবর্ণের কারণেই শিবপুজোয় নীল অপরাজিতার ব্যবহারপ্রথা।   

3/6

শিবের পুজোয় আর একটি ফুলের খুব কদর। আকন্দ। আর রয়েছে কল্কে ফুল। দেবাদিদেব ত্যাগ ও তিতিক্ষার প্রতীক। বলা হয় কল্কে ফুলের হলুদ রঙের মধ্যে দিয়ে ওই ত্যাগ-তিতিক্ষারই উদযাপন।

4/6

ভারতীয় পুরাণে সাধারণ ভাবে শিবকে প্রলয়ের দেবতা হিসাবে অভিহিত করা হয়। এহেন শিব, যিনি প্রলয়েরই প্রতীক তাঁকে সর্বাগ্রে তুষ্ট করাটাই তাই তাঁর ভক্তের বা পূজারীর প্রধান লক্ষ্য থাকে। এজন্য শিবপুজোয় মেনে চলতে হয় কতগুলি সাধারণ নিয়ম।

5/6

যেমন, শিবপুজোয় তুলসী পাতা নৈব নৈব চ। সাদা রঙের ফুল শিবের পছন্দের হলেও বলা হয়, চাঁপা বা কেতকী জাতীয় কিছু ফুল শিবপুজোয় না দেওয়াই ভাল।

6/6

শিবের পুজোয় বাজাবেন না শঙ্খও। শিবের মাথায় জল ঢালার সময় স্টিল বা লোহার পাত্র এড়িয়ে যান, ব্যবহার করুন তামা বা পিতলনির্মিত পাত্র। শিবপুজোয় কোনও মতেই সিঁদুর ব্যবহার করবেন না।