MahaKumbh Snan | Maha Shivratri 2025: মহাশিবরাত্রিতে মহাযোগ! নিয়ম না মেনে পুজো করলেই বিপত্তি, জেনে নিন...

Maha Shivratri 2025: মহাশিবরাত্রিতে মহাযোগ, এই বিরল যোগে ভক্তদের মহাকুম্ভে ভক্তদের ঢল। আজই মহাকুম্ভে শাহী স্নান। কতক্ষণ থাকবে এই বিরল যোগ! জানতে হলে... 

Feb 26, 2025, 12:04 PM IST
1/10

মহাশিবরাত্রিতে ঘটে গেল কাকতালীয় ঘটনা

A coincidence happened on Mahashivratri

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ ২৬ ফেবিরুয়ারি, মহাশিবরাত্রি। আগের দিন থেকে সকল ভক্ত উপবাস করে আজকের দিনে ভোলেবাবার মাথায় জল ঢালবেন পুন্যের আশায়। জানেন কি এরই মাঝে ঘটে গেছে এক কাকতালীয় ঘটনা! 

2/10

মহাকুম্ভে স্নানের শেষদিন

Last day of bathing in Mahakumbh

আজ মহাকুম্ভের স্নানেরও শেষদিন। তাই আজ রাজকীয়ভাবে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভে। মহাকুম্ভ ছাড়াও এই বছর মহাশিবরাত্রিতে একটি বড় ঘটনা ঘটতে চলেছে। বিশিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন আজ শ্রাবণ নক্ষত্রের সংযোগের মতো একটি বিশেষ ঘটনা ঘটতে চলেছে। 

3/10

কোন কোন রাশির শুভ যোগ

 Auspicious yoga of any zodiac sign

আজ, শ্রাবণ নক্ষত্রের যোগ থাকবে সকাল থেকে বিকেল ৫:০৮ পর্যন্ত। এই দিনে, মকর রাশিতে চন্দ্রের উপস্থিতি লক্ষ্য করা যাবে। সূর্য, বুধ এবং শনির উপস্থিতি লক্ষ্য করা যাবে কুম্ভ রাশিতে। এই ত্রিযোগী সংযোগের ফলে জীবনে সাফল্য ও সমৃদ্ধি আসতে চলেছে এই দুই রাশির। এছাড়াও কন্যা, কর্কট, মিথুন সকল রাশিরই শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে।

4/10

মনের ইচ্ছা পুরণ করার সময়

Time to fulfill your heart desire

আজকের এই বিশেষদিনে মহাদেবের পুজো করলে পূর্ণ হতে পারে সকল মনের ইচ্ছা। শাস্ত্র মতে, আজ সকাল ১১ টা ০৮ মিনিটে পড়ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এবং গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৪ মিনিটে শেষ হচ্ছে এই তিথি। 

5/10

চার প্রহরের বিশেষ সময়

Four o clock special time

সুফল পেতে চাইলে সময়ের মধ্যে জল ঢালতে হবে মহাদেবের মাথায়। আজ প্রথম প্রহরে জল ঢালার সময়- ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:১৯ টা থেকে রাত- ৯:২৬ পর্যন্ত। দ্বিতীয় প্রহরে জল ঢালার সময় ২৬ ফেব্রুয়ারী রাত ৯:২৬ টা থেকে রাত- ১২:৩৪ পর্যন্ত। তৃতীয় প্রহরে জল ঢালার সময় ২৭ ফেব্রুয়ারী ১২:৩৪ থেকে ভোর ৩:৪১ পর্যন্ত। চতুর্থ প্রহরে জল ঢালার সময় ভোর ৩:৪১ থেকে ভোর ৬:৪৮ পর্যন্ত। 

6/10

চার প্রহরের গুরুত্ব

Importance of four watches

মহাশিবরাত্রিতে চার প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য আছে। সূর্যাস্তের পর থেকে সূর্যদয় পর্যন্ত সময়ের মধ্যে সৃষ্টি হয় এই চার প্রহর। পুরাণ অনুযায়ী, মহাশিবরাত্রির দিন মহাদেব এই শিবলিঙ্গে অবস্থান করেন। তাই সারা রাত জেগে ভক্তরা মহাদেবের পুজার্চনা করতে থাকেন বিশেষ ফল লাভের আসায়। 

7/10

কোন প্রহরে কীভাবে পুজো করবেন

How to perform puja at any time

মানা হয়, এই চার প্রহরে পুজো করলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করা যায়। তবে প্রহরে পুজোয় অনেক নিয়ম আছে। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবকে অভিষেক করতে হয়। এছাড়াও চতুর্থ প্রহরে মধু ও জল দিয়ে পুজো করলে সকল মনষ্কামনা পূর্ণ হয়। 

8/10

নিয়ম মেনে পুজো না করলেই বিপদ

There is danger if you do not worship according to the rules

সাবধান, শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই পূর্বদিকে মুখ করে বসাবেন না। এমনভাবে পুজোয় বসবেন যেন আপনার মুখ থাকে উত্তরদিকে। এই দিক হল মহাদেবের বাম অংশ। এইদিককে দেবী পার্বতীর দিকও বলা হয়। তৈমৈ, রূপো বা ব্রোঞ্জের ঘটি দিয়ে শিবের মাথায় জল ঢালবেন। দাঁড়িয়ে শিবলিঙ্গে না জল ঢেলে বসে জল ঢালবেন। অবশ্যই ডান হাতে ঘটি ধরে বাম হাত কনুই -এ রেখে জল ঢালবেন আর জল ঢালার সময় উচ্চারণ করবেন-  'ওম নমহঃ শিবায়'। 

9/10

মহাকুম্ভে শাহী স্নান

Royal bath in Mahakumbh

আজ মহাকুম্ভে অনুষ্ঠিত হতে চলছে শাহী স্নান তাই ত্রিবেনী সঙ্গমে ভক্তের ভক্তদের ঢল। ৪৫ দিন ব্যপী চলল মহাকুম্ভে স্নানের বিশেষ যোগ। এই যোগ শেষ হতে চলেছে মহাশিবরাত্রির পর করেই। এখনও পর্যন্ত ৬৪ কোটিরও বেশি ভক্ত অংশ নিয়েছে মহাকুম্ভে। মহাশিবরাত্রির এই বিশেষদ্নে শেষ শাহী স্নান অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভে। 

10/10

মহাশিবরাত্রিতে মহাযোগ

Mahayoga on Mahashivratri

মহাশিবরাত্রিকে উপলক্ষ্য করেই অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নান। এই মহাশিবরাত্রিতে তৈরি হতে চলেছে অনেক বড় যোগ। তার ওপর আজ মহাকুম্ভে স্নানের শেষদিন তাই হাজার হাজার ভক্তদের কাছে এইদিন অত্যন্ত গুরুত্বপূরণ একটি দিন।