ভুয়ো খবরে জেরবার বন্যা বিধ্বস্ত কেরল!

Aug 22, 2018, 17:00 PM IST
1/6

1

1

বন্যার পাশাপাশি কেরল ভুয়ো খবরেও বিধ্বস্ত! সোশ্যাল মিডিয়ায় একের পর এক নানা ভুয়ো খবর ছড়াচ্ছে কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে। আসুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভুয়ো খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক।

2/6

2

2

সম্প্রতি একটি খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে। বিখ্যাত পর্তুগল ফুটবল তারকা রোনাল্ডো কেরলের বন্যাকবলিত এলাকার মানুষদের সাহায্যের জন্য ১.১ কোটি মার্কিন ডলারের আর্থিক সাহায্য দিচ্ছেন। বাস্তবে খবরটি সম্পূর্ণ মিথ্যে।

3/6

3

3

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন টুইট করে জানিয়েছেন, ইডুক্ক‌িতে মু্ল্লাপেরিয়ার বাঁধে ফাটল দেখা দিয়েছে বলেও যে খবর ছড়িয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যে। তিনি কেরলবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, কেউ যেন এই খবরে বিশ্বাস না করেন।

4/6

4

4

একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ওই ভিডিওয় দেখা যাচ্ছে, এক অপরিচিত ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস থেকে বলছেন, ৩ ঘণ্টার মধ্যেই সব ডুববে৷ সমুদ্র জলে উপচে পড়ছে। এই ভিডিওয় আরও আতঙ্ক ছড়ায় কেরলে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গিয়েছে, এই ভিডিওটির মাধ্যমেও ভুয়ো খবর ছড়ানো হয়েছে।

5/6

5

5

সোশ্যাল মিডিয়ায় কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে আর একটি খবর ছড়িয়েছে। এক ব্যক্তি উদ্ধারকারীদের দেওয়া গেরুয়া রঙের ‘লাইফ জ্যাকেট’ প্রত্যাখ্যান করে বন্যার জলে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন। ‘ফল্ট নিউজ’ (Fault News) নামের একটি বিদ্রুপাত্মক নিউজ পোর্টালে পরিবেশিত এই খবরটিও সম্পূর্ণ মিথ্যে।

6/6

6

6

ভুয়ো খবর রুখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। হোয়াটসঅ্যাপ-এর সিইও-কে কেন্দ্র নির্দেশ দিয়েছে, অবিলম্বে ভারতে ভুয়ো খবর রুখতে ব্যবস্থা নিতে হবে হোয়াটসঅ্যাপ-কে।