KFC: H5N1 ভাইরাস আতঙ্ক! ৯৫ বছরের ইতিহাস গোটাচ্ছে KFC?

Kentucky Fried Chicken: কেএফসির ইতিহাসে এটি নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ। ৯৫ বছরের ইতিহাসে এমন কাণ্ড হয়নি। তবে বার্ড ফ্লু-র জেরেই কি এমন সিদ্ধান্ত? কেএফসি কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী....

Feb 20, 2025, 15:36 PM IST
1/6

কেএফসি

KFC

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিকেন ফ্রাইয়ের কথা বললে কেএফসি-র নাম আসে প্রথম সারিতে। এই সংস্থার মুচমুচে চিকেন ফ্রাই বিশ্বব্যাপীর রসনাতৃপ্ত করছে বছরের পর বছর ধরে। 

2/6

কেএফসি

KFC

কিন্তু এবার নিজেদের অফিস সরিয়ে নিচ্ছে কেএফসি। মূল সংস্থা ইউম ব্র্যান্ডস এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। এতে বলা হয়েছে যে সংস্থাটি তার মার্কিন সদর দফতর কেন্টাকি লুইসভিলে থেকে টেক্সাসের প্লানোতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে।

3/6

কেএফসি

KFC

ইতিমধ্যে প্রায় ১০০ কর্পোরেট কর্মচারী এবং আরও কয়েক ডজন বিভিন্ন আউটলেটের কর্মচারী ছয় মাসের মধ্যে নতুন অফিসে চলে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে।

4/6

কেএফসি

KFC

কেন্টাকি -র মানুষেরা কেএফসি রাজ্যের বাইরে চলে যাওয়ার কারণে সন্তুষ্ট নন। প্রসঙ্গত, কেএফসি প্রায় এক শতাব্দী ধরে কেন্টাকিতে রয়েছে। 

5/6

কেএফসি

KFC

কর্বিনের একটি সার্ভিস স্টেশনে ১৯৩০ সালে নিজেদের যাত্রা শুরু করা এই ফাস্ট ফুড চেইনের এখন বিশ্বের ১৪৫ টিরও বেশি দেশে প্রায় ২৪ হাজার আউটলেট রয়েছে।

6/6

কেএফসি

KFC

তবে বার্ড ফ্লু-এর আতঙ্কে আপতত পড়ছে চিকেনের দাম। ফলে ভিন রাজ্য থেকে ডিম ও মুরগি আমদানির ক্ষেত্রে আগামী তিন মাস রাশ টেনেছে রাজ্য সরকার। বার্ড ফ্লু ছড়িয়েছে আমেরিকাতেও। ২০০৯ -এর পরে এমন মারাত্মক ফ্লু ভাইরাস দেখা যায়নি। প্রায় ১৬০০০ মানুষ মারা গিয়েছে।