Home Image: 
Katwa Girl: বিস্ময় প্রতিভা! ডোরেমন, সিনচ্যান, মিকিমাউসের গলায় কথা বলে কাটোয়ার মেয়ে...
Domain: 
Bengali
Section: 
Home Title: 

বিস্ময় প্রতিভা! ডোরেমন, সিনচ্যান, মিকিমাউসের গলায় কথা বলে কাটোয়ার মেয়ে..

English Title: 
Katwa Girl can talk in Micky Mouses voice
Slide Photos: 

বাইরে খেলাধুলা করার অভ্যাস নেই। গান গেয়ে, মিমিক্রি করেই দিন কাটে রিনি। বহুমুখী প্রতিভার অধিকারী এই কিশোরী স্বপ্ন দেখে, একদিন মুম্বই-এ গিয়ে  ডাবিং আর্টিস্ট হবে।

রিনি জানিয়েছে, ইউটিউব দেখেই প্রথম মিমিক্রি করার ইচ্ছা জাগে তার। এরপর নিজের চেষ্টায় বিষয়টি রপ্তও করে ফেলে সে। এখন ডোরেমন, সিনচ্যান, মিকিমাউসের মতো বিভিন্ন কাটুন চরিত্রের মিমিক্রি করে অবলীলায়। 

ছেদ পড়েনি সঙ্গীত চর্চায়ও। রিনিকে তালিম দিচ্ছেন স্থানীয় এক সঙ্গীত শিক্ষক।

এখন আবার বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রে বাজানোতেও পারদর্শী হয়ে ওঠেছে অষ্টম শ্রেণীর ছাত্রীটি। 

পরিবারের কেউ সংগীত চর্চা করেনি কখনও। বয়স তখন খুবই কম। রিনি গান শিখেছে মায়ের কাছে। 

কাটোয়া শহরের সুবোধ স্মৃতি রোডের বাসিন্দা রিনি। বাবা পেশায় ব্যবসায়ী। কাটোয়াতেই গিফটের দোকান তাঁর। মা গৃহবধূ।

সন্দীপ ঘোষ চৌধুরী: গান গায়। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজায়। সঙ্গে আবার জনপ্রিয় কার্টুন চরিত্রের মিমিক্রিও! কীভাবে? রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে কাটোয়ার রিনি কুন্ডু। 

Publish Later: 
No
Publish At: 
Monday, March 27, 2023 - 16:36
Mobile Title: 
বিস্ময় প্রতিভা! ডোরেমন, সিনচ্যান, মিকিমাউসের গলায় কথা বলে কাটোয়ার মেয়ে..
Facebook Instant Gallery Article: 
No