পরস্পরের হাত ধরে মাতৃভূমির জন্য লড়াই, Kargil যুদ্ধের এই পাওয়ার কাপলকে চিনে নিন
ভারতীয় সেনায় সম্ভবত তাঁরাই প্রথম দম্পতি, যাঁরা প্রায় একই সঙ্গে মেজর জেনারেল ব়্যাঙ্কে পৌঁছান।
1/8
ভারতীয় সেনার 'Power Couple'
নিজস্ব প্রতিবেদন: অতিমারিতে বেঙ্গালুরুর বাড়িতে বসে দু'দশক আগের সেই সমস্ত দিনের কথা মনে করছিলেন ভারতীয় সেনার (Indian Army) অবসরপ্রাপ্ত চিকিৎসক মেজর জেনারেল এন কে মানচান্দা (Maj Gen N K Manchanda)। সেই ভাবনার অনেকটা অংশ জুড়েই ছিলেন তাঁর স্ত্রী তথা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অঞ্জু মানচান্দা (Maj Gen Anju Manchanda)। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে তাঁরা দু'জনেই মাতৃভূমির সম্মান রক্ষার্থে জীবন নিয়োজিত করেছিলেন। শুধু তাই নয়, ভারতীয় সেনায় (Indian Army) সম্ভবত তাঁরাই প্রথম দম্পতি, যাঁরা একই সঙ্গে মেজর জেনারেল ব়্যাঙ্কে পৌঁছেছিলেন। এক কথায়, এন কে মানচান্দা এবং অঞ্জু মানচান্দা হলেন ভারতীয় সেনার (Indian Army) 'Power Couple'।
2/8
love at first sight!
১৯৬৭ সালে ক্যাপ্টেন ব়্যাঙ্কে ভারতীয় সেনায় (Indian Army) যোগদান করেন এন কে মানচান্দা (N K Manchanda)। ওই বছরই অঞ্জু মানচান্দাও (Anju Manchanda) সেনায় যোগ দেন। কয়েক মাস পর দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালের বারান্দায় প্রথমবার অঞ্জু দেবীকে দেখেন এন কে মানচান্দা। সেটাই তাঁদের love at first sight! এন কে মানচান্দা বলেন, 'আমি তখনও ভাবতে পারিনি এই মেয়েটির সঙ্গেই আমাকে বাকিটা জীবন কাটাতে হবে।' ২০১৪ সালে প্রয়াত হন মেজর জেনারেল অঞ্জু মানচান্দা। ততদিন পর্যন্ত জীবনের চড়াই-উতরাই পথ একসঙ্গেই হেঁটেছে Mr and Mrs Manchanda।
photos
TRENDING NOW
3/8
বাংলাদেশের মুক্তি যুদ্ধে এবং মানচান্দা দম্পতি
4/8
কার্গিল যুদ্ধ এবং মানচান্দা দম্পতি
১৯৯৯-এর মে মাসে কার্গিল যুদ্ধের Kargil War সময় তাঁরা দু'জনেই দিল্লিতে কাজ করেছিলেন। Deputy Director-General Medical Services পদে ছিলেন এন কে মানচান্দা (N K Manchanda)। Army Research & Referral Hospital-এ যুদ্ধ আক্রান্তদের সেবা করতেন অঞ্জু মানচান্দা (Anju Manchanda)। ভারতীয় জওয়ানদের সুস্থ করে তোলার দায়িত্ব ছিল এই দম্পতির কাঁধে।
5/8
Mr Manchanda talks about Captain Batra
6/8
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে Mr and Mrs Manchanda
7/8
প্রয়াত মেজর জেনারেল অঞ্জু মানচান্দার লেখা আত্ম-জীবনী
সেনা থেকে অবসর নেওয়ার পর ২০০৪ সালে দিল্লি থেকে বেঙ্গালুরুতে মেয়ের কাছে থাকতে শুরু করেন Mr and Mrs Manchanda। ২০১৪ সালের ২০ ডিসেম্বর প্রয়াত হন অঞ্জু মানচান্দা। তাঁর আগে নিজের জীবন কাহিনী লিখতে শুরু করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর সেই কাহিনী শেষ করেন এন কে মানচান্দা এবং তাঁদের মেয়ে। আত্ম-কাহিনীর নাম 'Bold'।
8/8
Salute to the Kargil Power Couple
photos