Kankalitala Waterlogged: বুক সমান জল কঙ্কালীতলায়.... ঘোর বিপদে সতীপীঠ!

Kankalitala Waterlogged: পরিস্থিতি স্বাভাবিক না হলে বড় ধরনের কোনও পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। উদ্বেগে ভক্তরা।

Sep 16, 2024, 14:39 PM IST
1/5

বৃষ্টি বিপর্যস্ত কঙ্কালীতলা

Kankalitala Waterlogged

প্রসেনজিত্‍ মালাকার: প্রবল বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত কঙ্কালীতলার সতীপীঠ। লাগাতার বৃষ্টির কারণে কোপাই নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। যার ফলে সতীপীঠ কঙ্কালীতলার মন্দির চত্বর সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়েছে। বন্ধ পুজোপাঠ।  

2/5

বৃষ্টি বিপর্যস্ত কঙ্কালীতলা

Kankalitala Waterlogged

প্রতিদিনই কঙ্কালীতলা সতীপীঠে বহু ভক্ত পুজো দিতে আসেন। এখন নদীর জলস্তর বৃদ্ধির কারণে মন্দির চত্বরে প্রায় এক বুক সমান জল জমে গিয়েছে। ফলে মন্দিরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। সমস্তরকম পুজো-অর্চনা আপাতত বন্ধ। অনেকে দূর-দূরান্ত থেকে আসা সত্ত্বেও পুজো দেওয়ার সুযোগ পাচ্ছেন না।   

3/5

বৃষ্টি বিপর্যস্ত কঙ্কালীতলা

Kankalitala Waterlogged

স্থানীয় প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ জল নিষ্কাশনের জন্য চেষ্টা করছে। কিন্তু নদীর জলস্তর অবিরাম বেড়ে যাওয়া ও বৃষ্টির কারণে তা সমাধান করাও সম্ভব হচ্ছে না। এই জলবৃদ্ধির সমস্যা দীর্ঘস্থায়ী হলে মন্দির চত্বরের ক্ষতির সম্ভাবনা রয়েছে।  

4/5

বৃষ্টি বিপর্যস্ত কঙ্কালীতলা

Kankalitala Waterlogged

পাশাপাশি, এই পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক না হলে মন্দিরের দৈনন্দিন কার্যক্রমেও দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিতে পারে বলে উদ্বেগে ভক্তগণ। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, ভক্তদের নিরাপত্তা এবং মন্দির রক্ষার্থে প্রশাসন সতর্ক রয়েছে।   

5/5

বৃষ্টি বিপর্যস্ত কঙ্কালীতলা

Kankalitala Waterlogged

পরিস্থিতি আরও খারাপ হলে বড় ধরনের কোনও পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। জলমগ্ন দশার কারণে বন্ধ মন্দিরের আশপাশের দোকানপাটও।