ফুটবল সহ অন্যান্য খেলার সঙ্গে জড়িত ময়দানে সত্তরটি ক্লাব আছে। লকডাউনে তারা পরে গিয়েছে বিপাকে।
photos
TRENDING NOW
3/5
ঘরে যা ছিল তা দিয়ে কয়েকদিন চলার পর খাদ্য সংকটে পরে তারা। ব্যক্তিগত উদ্যোগ এবং বিভিন্ন সংস্থার তরফে ময়দানের মালিদের কাছে পৌঁছে গিয়েছে খাদ্যসামগ্রী।
4/5
লকডাউনে পরিবার নিয়ে বিপাকে পড়ে গিয়েছে মালিরা। এই সংকটে মালিদের বাঁচাতে ময়দানে নামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোশিয়েসন।
5/5
এই ক্লাবের কর্ণধার বেঙ্গল অলিম্পিক অ্যাসোশিয়েসনের সচিব স্বপন ব্যানার্জি। তিনি তাঁর ক্লাবের সদস্যদের নিয়ে সরাসরি নির্দেশিকা মেনে ময়দানে ঘুরে ঘুরে সত্তরটি ক্লাবের মালির পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। বিপদের দিনে এই সাহায্য পেয়ে খুশি ময়দানের মালিরা ।