সম্বল একটি স্কুটি, শব্দ দূষণের বিরুদ্ধে একা লড়াই চালাচ্ছেন এই সাইলেন্ট স্ক্রুসেডার

Dec 26, 2021, 18:57 PM IST
1/5

ইনি একজন সাইলেন্ট ক্রুসেডার। বাড়ি হাজরায়। নাম কৈলাস মেহতা।

2/5

শব্দ দূষণের বিরুদ্ধে গত ৪ বছর ধরে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন ৫৬ বছরের এই পৌঢ়।

3/5

কী করছেন তিনি? কৈলাসের সম্বল একটি মাত্র স্কুটি। সেই স্কুটিতে তিনটি ভাষায় টাঙিয়েছেন হর্ন না বাজানোর আবেদন। নিজেও ৩২ বছর হর্ন বাজাননি।

4/5

কেন এমন উদ্যোগ? জীবনের একটা বড় সময় বিদেশে কাটিয়েছেন এই অবাঙালি পৌঢ়। সেখান থেকেই নাগরিক দায়িত্বের শিক্ষা নিয়েছেন। 

5/5

গাড়িতে বয়ে বেড়ান 'নো হর্ন' স্টিকার। প্রচার চলাকালীন অন্যের গাড়িতে সাঁটিয়ে দিয়ে আসেন ওই স্টিকার। কলকাতা পুলিসের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে প্রতিবারই ডাক পান কৈলাসজি। পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে পৌঁছে যান স্কুল পড়ুয়াদের কাছেও।