Joe Root | England: জনক-দেশের রাজা হলেন রুট! ব্যাট শাসনে আজ সবার আগে তিনি

Joe Root becomes Englands leading Test run-scorer: আধুনিক প্রজন্মের সেরা চার ক্রিকেটারের নাম- বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসন। তাঁদের নিয়েই 'দ্য় ফ্য়াব ফোর'। রুট বুঝিয়ে দিলেন কেন তিনি শ্রেষ্ঠদেরই একজন।

Oct 09, 2024, 14:30 PM IST
1/6

স্যর অ্যালেস্টার কুককে ছাপিয়ে গেলেন জো রুট

Joe Root has overtaken Sir Alastair Cook

জো রুট ছাপিয়ে গেলেন স্যর অ্যালেস্টার কুককে। এখন রুটই ক্রিকেট জনক দেশের সর্বাধিক টেস্ট রানশিকারি। ১৬১টি টেস্টে কুকের ঝুলিতে আছে ১২ হাজার ৪৭২ রান। রুট, বুধবার মুলতানে, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে, আমের জামালকে স্ট্রেইট ড্রাইভ হাঁকিয়ে ৭১ রান করতেই কুককে ছাপিয়ে গেলেন। 

2/6

রুট এখন সবার উপরে

Joe Root Now England's leading Test run-scorer

৩৩ বছরের রুট তাঁর কেরিয়ারের ১৪৭ নম্বর টেস্ট খেলছেন। কুকের চেয়ে ১৪টি কম টেস্ট খেলে এই রেকর্ড করে ফেললেন। ২০১২ সালে রুট নাগপুরে ভারতের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে অভিষেক করেছিলেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধেই কেরিয়ারের সর্বাধিক টেস্ট রানের ইনিংস (২৫৪) খেলেছেন। রুটের ঝুলিতে আছে ৩৪টি টেস্ট সেঞ্চুরি। লাল বলের ক্রিকেটে সর্বাধিক রান শিকারি ব্য়াটারদের তালিকায় রুট চলে এলেন প্রথম পাঁচে।  

3/6

সবচেয়ে বেশি টেস্ট রান সচিন তেন্ডুলকরেরই

SR Tendulkar has Second Most runs in career

সচিন ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান করেছেন। হাঁকিয়েছেন ৫১টি শতরান। একে তিনিই বিরাজমান।

4/6

দ্বিতীয় সর্বাধিক টেস্ট রানের মালিক রিকি পন্টিং

RT Ponting has Second Most Tests runs in career

১‍৬৮ টেস্টে রিকি করেছেন ১৩ হাজার ৩৭৮ রান। হাঁকিয়েছেন ৪১টি শতরান। দুয়ে রয়েছেন তিনি।  

5/6

তৃতীয় সর্বাধিক টেস্ট রান জ্য়াক কালিসের

 JH Kallis has Third Most Tests runs in career

১৬৬ ম্য়াচে ১৩ হাজার ২৮৯ রান করেছেন কালিস। হাঁকিয়েছেন ৪৫টি শতরান। তিনে রয়েছেন তিনি।

6/6

রাহুল দ্রাবিড়ের রয়েছে চতুর্থ সর্বাধিক টেস্ট রান

R Dravid has Fourth Most Tests runs in career

১৬৪ ম্য়াচে দ্রাবিড় ১৩ হাজার ২৮৮ রান করেছেন। হাঁকিয়েছেন ৩৬টি শতরান। চারে রয়েছেন তিনি।